বুধবার টিনসেল টাউনে হইচই শুরু হয়ে গিয়েছিল। শোনা গিয়েছিল, রনবীর কাপুরকে মহাদেব মানি লন্ডারিং মামলায় তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ৬ অক্টোবর তাঁকে দিল্লির ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি । যদিও, বৃহস্পতিবার জানা গেল তাঁকে অভিযুক্ত হিসেবে তলব করা হয়নি।
বেটিং অ্যাপের প্রচারের জন্য তিনি যে পারিশ্রমিক পেয়েছেন, তা জানতে এবং জিজ্ঞাসাবাদ করতেই ডাকা হয়েছে অভিনেতাকে।
উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে গুঞ্জন ছড়ায়, মহাদেব বেটিং অ্যাপ মামলায় বেশ কয়েকজন সেলিব্রিটি ইডির স্ক্যানারে রয়েছেন । তাঁদের যে কোনওদিন তলব করতে পারে ইডি, সেরকমই আশাঙ্কা করা হচ্ছিল ।