ছুটি কাটিয়ে মুম্বই ফিরলেন রণবীর, আলিয়া কোলে ছোট্ট রাহা। শুক্রবার দুপুরেই মলদ্বীপ থেকে মুম্বাই বিমানবন্দরে ফেরেন তারকা দম্পতি। বিমানবন্দরে পৌঁছতেই পাপারাজ্জির লেন্সে ধরা পড়ল রাহার হাসি মুখের মিষ্টি ছবি। যা দেখে মন গলেছে নেটিজনদের।
বিমানবন্দরে বাবার কোলেই ছিল ছোট্ট রাহা। রণবীরের পরনে ছিল কালো টি-শার্ট, চোখে সানগ্লাস আর মাথায় ছিল টুপি। রাহার পরনে ছিল গোলাপি রঙের হুডি। আর মুখে ছিল দুষ্টু-মিষ্টি চওড়া হাসি। যা দেখে বোঝাই যাচ্ছে ছুটি কাটিয়ে বেশ খোশমেজাজেই রয়েছে ছোট্ট রাহা।
আরও পড়ুন - বাংলাদেশের ছবিতে বলিউডের নানা পাটেকর ! 'কিল হিম টু'-এ বড় চমক পরিচালকের
গত মঙ্গলবার মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন রণবীর কাপুর, আলিয়া ভাট ও একরত্তি রাহা। নববর্ষ উদযাপন করতে মলদ্বীপ পাড়ি দিয়েছিলেন তাঁরা। সেখানকার একাধিক ছবি ভিডিও পোস্ট করেছেন আলিয়া রণবীর। যা মন করেছে অনুরাগীদের।