আলিয়ার বাড়িতে পার্টি । আর রণবীর কাপুর থাকবে না, তা কখনও হয় ? তবে শুধু রণবীর নয়, পার্টিতে উপস্থিত ছিলেন নীতু কাপুরও ।
শুক্রবার ক্রিস্টমাস ইভ উপলক্ষে ডিনার পার্টির আয়োজন করেন আলিয়া ভাট(Alia Bhatt) । সেখানেই মা নীতু কাপুরের(Nitu Kapoor) সঙ্গে দেখা গেল রণবীর কাপুরকে(Ranbir Kapoor) । আলিয়ার বোন শাহিন ইনস্টাগ্রামে ক্রিসমাস ডিনারের কিছু ছবিও পোস্ট করেছেন ।
এদিন, নীতু কাপুর পরেছিলেন কালো ড্রেস । অন্যদিকে রণবীরকে দেখা গিয়েছে কালো স্যুটে । পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিতে দেখা যায় মা-ছেলেকে ।
আরও পড়ুন, Kakababu Return: নতুন রহস্য, নতুন চমক, বছরের গোড়ায় ফিরছেন কাকাবাবু
অন্যদিকে, আলিয়া ও তাঁর পরিবার উজ্জ্বল রঙ বেছে নিয়েছে । আলিয়াকে এদিন একটি স্ট্র্যাপলেস লাল পোশাকে দেখা গিয়েছে । শাহিন বেছে নিয়েছিলেন সবুজ রং । অন্যদিকে, সাদা ফ্লোরাল আউটফিটে দারুণ লাগছিল সোনি রাজদানকে ।
বেশ অনেকদিন ধরেই একে অপরকে ডেট করছেন রণবীর-আলিয়া । শোনা যাচ্ছে, ২০২২-এর মাঝামাঝি সময় সাত পাকে বাঁধা পড়বে এই জুটি ।