কন্যা রাহাকে নিয়ে নিউ ইয়র্কে ভ্যাকেশনে রণবীর কাপুর ও আলিয়া ভাট। রাহার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। রণবীরের নতুন হেয়ারস্টাইলও ভাইরাল হয়েছে। লম্বা চুল থেকে এবার অন্য স্টাইলে রণবীর কাপুর।
একটি ফটো প্রকাশ্যে এসেছে। রণবীরের একটি ফ্যান ক্লাব শেয়ার করেছে ছবিটি। একটি টেবিলে একসঙ্গে খেতে দেখা যায়। রণবীর, আলিয়া ও রাহাকে। নতুন হেয়ারস্টাইলে রণবীর একটি স্লিক ব্ল্যাক জ্যাকেট পরেছিলেন। কিছু মহিলা অনুরাগীর সঙ্গে কথা বলছিলেন রণবীর। আলিয়া ও রাহাও রণবীরের পিছনে ছিলেন। কালো পোশাক পরেছিলেন আলিয়াও।
আরও পড়ুন: 'শত্রুরা নিস্তার পাবে না', অ্যাকশনে কোয়েল, প্রকাশ্যে 'জঙ্গলে মিতিন মাসি'র টিজার
রণবীরের এই বছরটা ভালোই কেটেছে। 'তু ঝুটি, ম্যায় মক্কর' প্রশংসা কুড়িয়েছে সব মহলে। সন্দীপ ভাঙ্গা রেড্ডির ছবি 'অ্যানিমাল'-এ অন্যধরনের চরিত্রে দেখা যাবে তাঁকে।