সদ্য মুক্তি পেয়েছে রণবীর কাপুরের (Ranbir Kapoor) নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’র ট্রেলার (Brahmastra Trailer) । ট্রেলার দেখার পর থেকে এই সিনেমা নিয়ে কৌতূহল ও উচ্ছ্বাস বেড়েছে দর্শকদের মধ্যে । 'ব্রহ্মাস্ত্র' যখন হইচই ফেলে দিয়েছে নেটদুনিয়ায়., তখন আরও একটা বড়সড় চমক দিলেন রণবীর কাপুর । শনিবার, নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গেল 'শমশেরা' (Shamshera) ছবিতে রণবীর কাপুরের প্রথম লুক ।
উসকো খুসকো লম্বা চুল, এক মুখ দাড়ি, চোখে মুখে রাগ! শনিবার থেকে সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ছবি ভাইরাল হয়েছে । শোনা যাচ্ছে,এটাই 'শমশেরা' ছবিতে রণবীরের ফার্স্ট লুক । তবে এটা সত্যিই ‘শমশেরা’ ছবির আসল ফার্স্টলুক কি না তা নিয়ে সন্দেহ রয়েছে । কারণ, ছবির প্রযোজনা সংস্থার কোনও অফিসিয়াল পেজ থেকে এই লুক শেয়ার করা হয়নি । অনেকের দাবি, এটা একেবারেই ফ্যানদের হাতে তৈরি ।
আরও পড়ুন, Father's Day: নেমসেকের ইরফান তো আমাদেরই বাবা, যিনি শেখালেন, মুহূর্ত বন্দি হয় মনে, ক্যামেরায় নয়
ছবিতে রণবীর কাপুর ছাড়াও মুখ্য ভূমিকায় অভিনয় করছেন বাণী কাপুর ও সঞ্জয় দত্ত । ছবিটি পরিচালনা করেছেন করণ মালহোত্রা । সব কিছু ঠিকঠাক থাকলে ২০২২ সালের ২২ জুলাই ছবিটি মুক্তি পাবে ।