পার্কিং নিয়ে সমস্যার জেরে ঝুলে গিয়েছিল চণ্ডীগড়ে অরিজিৎ সিং-এর কনসার্ট। অবশেষে সেসব ঝক্কি মিটিয়ে শনিবার চণ্ডীগড়ে কনসার্ট করেন। তাঁকে দেখে তখন বাঁধ ভাঙা উত্তেজনা দর্শকদের। শো এর, আলো আরও কয়েকগুণ বাড়িয়ে দিলেন রণবীর কাপুর। শুধু তাই নয় এক অপূর্ব দৃশ্যের সাক্ষী থাকলেন অনুরাগীরাও, মঞ্চে উঠেই অরিজিৎ এর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বলিউডের ‘বানি’ । তাঁকে সঙ্গে সঙ্গে বুকে টেনে নেন অরিজিৎ।
ICC ODI WC 2023: পয়া ইডেনে ৪০ রানের ঝোড়ো ইনিংস, রাবাদার ডেলিভারিতে ফিরলেন হিটম্যান
দেশের একাধিক জায়গায় ঘুরে ঘুরে নিজের আসন্ন ছবি ANIMAL এর প্রচার সারছেন রনবীর কাপুর। শনিবার তিনি ছিলেন চণ্ডীগড়ে। এদিকে সেদিনই শহরে আয়োজিত হয়েছিল অরিজিতের কনসার্ট, তাই সময় নষ্ট না করে তিনিও পৌঁছে গেলেন তারকার অনুষ্ঠানে আরও একটি উজ্জ্বল তারা হয়ে। চোখ জুড়োলো দর্শকদের।