মুক্তির অপেক্ষায় রণবীর কাপুর, ববি দেওল, অনিল কাপুর অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'অ্যানিমেল', শুক্রবার ছবির মিউজিক লঞ্চে ফুরফুরে মেজাজে ছিলেন ববি এবং রণবীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক ভূষণ কুমার এবং অন্যান্য সংগীত শিল্পীরা। এই ইভেন্টে রণবীরের একটি মিষ্টি সিক্রেট ফাঁস করেন ববি দেওল।
তিনি জানান, শ্যুটিং চলাকালীন রণবীর কাপুর প্রায়শই তাঁর ছোট্ট মেয়ে রাহার সঙ্গে ভিডিও কলে কথা বলে যেতেন। রণবীর কাপুর এবং আলিয়া ভাট যখন তাঁদের প্রথম সন্তানের জন্ম দেন, তখন জোরকদমে শুরু হয়েছিল 'অ্যানিমেল'-এর শ্যুটিং। আর ছবির শ্যুটিং যখন শেষ হয়, তখন রাহার বয়স ১ বছর।
সঞ্চালককে রণবীর জানান, ফোন করল সদ্যজাত রাহা চোখ পিটপিট করত , ফ্লাইং কিস দিত , ছটফট করত। একটু ফুরসৎ মিলতেই সেসবই দেখতেন রণবীর কাপুর। ১লা ডিসেম্বর ছবিটির মুক্তি।