হিন্দু ধর্মের ভাবাঘাতে আঘাত লাগানোর অভিযোগ। এই জন্য রণবীর কাপুর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে পুলিশে ঠোকা হল নালিশ। এখনও অবধি যদিও কোনও FIR দায়ের করা হয়নি , অভিনেতা এবং তাঁর পরিবারের বিরুদ্ধে।
Salman Khan : গ্যালাক্সির বাইরে রাত জাগা অপেক্ষা, অবশেষে ঝলক মিলল ভাইজানের, ভক্তদের জানালেন ধন্যবাদ
ঘটনার সূত্রপাত , কাপুর বাড়ির ক্রিসমাস সেলিব্রেশনে। কেকের উপর মদ ঢেলে আগুন জ্বালাতে দেখা যায় রণবীরকে, সঙ্গে বলতে শোনা যায় ‘জয় মাতা দি’ । এতেই আপত্তি জানিয়েছেন নেটিজেনদের একাংশও। আইনজীবী আশিস রাই এবং পঙ্কজ মিশ্রের মাধ্যমে এই ঘটনার বিরুদ্ধে ঘাটকোপার থানায় অভিযোগ দায়ের করেছেন সঞ্জয় তিওয়ারি নামে এক ব্যক্তি।