ক্যামেরার ফ্রেম থেকে বেরিয়ে এবার কলম ধরলেন রানি। এবারের পুজোয় এটাই সবচেয়ে বড় চমক বলিউডে। আগামী বছরের ২১ মার্চ প্রকাশিত হচ্ছে রানি মুখোপাধ্য়ায়ের আত্মজীবনী। ইতিমধ্য়েই নিজের বই নিয়ে অভিজ্ঞতার কথা সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী। লেখিকা রানি মুখোপাধ্য়ায়ের বই প্রকাশ করবে হার্পার কলিন্স। যেখানে পাঠক উপভোগ করবেন, মুখোপাধ্য়ায়দের বাড়ির মেয়ে থেকে চোপড়াদের বাড়ির বউ হওয়ার সুখ-দুঃখের কথা।
গত ২৫ বছর জীবনের ওঠা-পড়া গায়ে মেখেই বলিউডের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। কখন সাফল্যের সর্বোচ্চ শৃঙ্ঘে উঠেছেন। আবার কখনও ব্যর্থতরা স্বাদও তাঁকে পরখ করতে হয়েছে। অনেক কিছু শিখেছেন। আবার অনেক নতুন কিছু তাঁর পরবর্তী প্রজন্মের জন্য ছেড়ে গিয়েছেন। সেই অভিজ্ঞতাই এবার লিপিবদ্ধ করছেন রানি। অভিনেত্রীর দাবি, ভারতীয় সিনেমার এখনও মহিলাদের একটু অন্য় চোখেই দেখা হয়। তবে সময় বদলের সঙ্গে বলিউডও পাল্টাচ্ছে বলেই সোশাল মিডিয়ায় দাবি করেছেন সব খানেদের বিপরীতে অভিনয় করা এই নায়িকা।
ছোট বেলা থেকেই শুরু হচ্ছে তাঁর কথা। জন্মদিনকে আরও স্পেশাল করতেই বই প্রকাশের দিন ঠিক করেছেন রানি। এখনও বলিউডনে রানি-ভক্তের সংখ্য়া খুব কম কিছু নয়। বক্স অফিসে না চললেও তাঁর বান্টি অউর বাবলি টু-তে রানির অভিনয় প্রশংসিত হয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে মিসেস চ্যাটার্জি ভাসেস নরওয়ে।