মায়ানগরীর পুজোগুলির মধ্যে প্রধান আকর্ষণ মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো। আর এই বাড়ির পুজোয় ঝাড়বাতির মতো জ্বল জ্বল করেন রানী মুখোপাধ্যায় এবং কাজল। ষষ্ঠী থেকে দশমী তাঁদের ঠিকানা মুখোপাধ্যায় বাড়িই। এদিন বাড়িতে এসেছিলেন হেমা মালিনী, কিয়ারা আদভানিরা।
এদিন বাড়ির পুজোয় পৌঁছে গিয়েছিলেন রানী মুখোপাধ্যায়ও। তাঁর পরনে ছিল সোনালী সিল্কের শাড়ি। খোঁপায় ফুল। নজর কেড়েছে তাঁর হাতের শাঁখা পলায়। হাসিমুখে ক্যামেরাবন্দি হয়েছেন রানী। পিছনের দেবীমূর্তি। নেটিজেনদের চোখ জুড়িয়েছে রানীর সপ্তমীর সাজে।