মঙ্গলবার রাতে মুকেশ আম্বানির জিও ওয়ার্ল্ড প্লাজার গ্র্যান্ড লঞ্চে কার্যত বসেছিল চাঁদের হাট। পার্টিতে একেবারে খোশ মেজাজে উপস্থিত ছিলেন রণভীর সিং-ও। তাঁর সিগনেচার সাজগোজের স্টাইল, আর বুদ্ধিদীপ্ত হিউমারে তখন পার্টি গমগম করছে। শুধু এখানেই থেমে থাকলেন না রণভীর সিং। দিন কয়েক আগে ‘WOW’ ট্রেন্ডে গা ভাসিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। এবার মুছে উঠে সেই একই স্টাইলে, ‘So beautiful, so elegant, just looking like a wow.’ সংলাপ বললেন রণভীর।
Roosha Chatterjee: ৯ মাস পর আমেরিকা থেকে কলকাতা ফিরলেন রুশা, ফের সিরিয়ালে দেখা যাবে তাঁকে?
জেসমিন কৌর নামে এক মহিলার একটি ভিডিও অনলাইনে শেয়ারের পর থেকেই এই সংলাপ কার্যত ভাইরাল হয়ে পড়ে। এবার সেই ট্রেন্ডে গা ভাসালেন বলিউডের ‘আলাউদ্দিন’