কয়েকদিন আগেই খবর ছড়িয়েছিল, বিগবস ওটিটিতে এবার করণ জোহর নয়, সঞ্চালনা করবেন রণবীর সিং । ‘বিগ বস ওটিটি’র (Bigg Boss OTT) দ্বিতীয় সিজন থেকে নাকি সরিয়ে দেওয়া হয়েছে করণ জোহরকে (Karan Johar)। আর সেই জায়গায় সঞ্চালক হিসেবে দায়িত্ব নিচ্ছেন রণবীর সিং (Ranveer Singh) । কিন্তু, এখন শোনা যাচ্ছে, রণবীর সিং বিগবস ওটিটির দ্বিতীয় সিজন সঞ্চালনা করবেন না ।
এক সংবাদমাধ্যম সূত্রে খবর, 'বিগ বস'-এর ওটিটির সঞ্চালক হিসাবে রণবীর সিং করণ জোহরের জায়গা নিচ্ছেন না । দ্বিতীয় সিজনের সঞ্চালক হিসাবে করণ জোহারের না থাকার খবরে কোনও সত্যতা নেই, একেবারে ভিত্তিহীণ এই খবর । বরং, এখন সম্পূর্ণভাবে সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন রণবীর ।
আরও পড়ুন, Ankush-Nusrat : 'ভয়'- এর মুখোমুখি অঙ্কুশ-নুসরত ! কী ঘটতে চলেছে তাঁদের সঙ্গে ?
রোহিত শেট্টির ‘সার্কাস’-এ দেখা যাবে রণবীর সিংকে । ‘সার্কাস’-এ রণবীর সিং ছাড়াও রয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ, পূজা হেগড়ে এবং বরুণ শর্মা । অন্যদিকে, এখন ‘রকি অর রানি কি প্রেম কাহানি’- ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন রণবীর । এখানে আলিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । এছাড়াও রয়েছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন এবং শাবানা আজমি-সহ আরও অনেকে ।