রবিবার আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান (IPL Closing Ceremony)। রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটান্স মাঠে নামার আগে মঞ্চে আসবেন রণবীর সিং (Ranveer Singh)। আইপিএলের ফাইনালে অনুষ্ঠান মানে বাড়তি চ্যালেঞ্জ। দিনভর ঘাম ঝরালেন রণবীর। মাথায় লম্বা ঝুটি নিয়ে নাচের মহড়ায় ব্যস্ত বলিউড তারকা। ইনস্টাগ্রামে রণবীরের ফ্যানপেজে সেই ভিডিয়ো প্রকাশ্যে আসে। ক্যাপশনে লেখা, "ভিড় জমবে তো!"
এর আগে আইপিএলের অনুষ্ঠানে এসেছেন অমিতাভ বচ্চন, দীপিকা পাডুকোনের মতো তারকারা। এবার দীর্ঘ ২ বছর পর আইপিএলে জমকালো অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে BCCI। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম মোতেরায় মাতাবেন রণবীর। সেই নিয়েই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেন রণবীর। সঙ্গে থাকবেন এ আর রহমানও।
আরও পড়ুন: নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দর্শকদের মাঝে আজ মুক্তি পাচ্ছে 'লাল সিং চড্ডা'-র ট্রেলার
শুধু রণবীর ও এ আর রহমান নয়। এই অনুষ্ঠানে ঝাড়খণ্ডের ছৌ নাচও দেখা যাবে। ২০১৯ সালের শেষবার আইপিএলে উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান হয়েছে। করোনার কারণে বন্ধ হয়ে যায় ম্যাচ। এবার উদ্বোধনী অনুষ্ঠান না ফিরলেও সমাপ্তি অনুষ্ঠান ফিরিয়েছে BCCI। এই অনুষ্ঠানের জন্য ম্যাচ সাড়ে সাতটা থেকে ম্যাচের সময় করা হয়েছে রাত আটটায়।