কোথাও কালীপুজো, কোথাও দিওয়ালি । রবিবার আলোর উৎসবে মেতেছিল গোটা দেশ । উৎসবের আমেজে গা ভাসিয়েছেন বি-টাউনের তারকারও । পরিবারের সঙ্গে উৎসবের আনন্দে মেতে উঠলেন রণবীর, সিদ্ধার্থরা । ভালবাসার মানুষের সঙ্গে আলোর উৎসব পালনের বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করলেন বি টাউনের পাওয়ার কাপলরা । একইসঙ্গে দিওয়ালির শুভেচ্ছা জানালেন ।
রণবীর সিং ও দীপিকা পাডুকোণ বাড়িতে দিওয়ালি পুজোর আয়োজন করেছিলেন । সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তাঁরা । আরও একটা ছবিতে রোমান্টিক পোজে দেখা গেল দুই তারকাকে । রণবীরে গালে আলতো চুমু এঁকে দেন দীপিকা । দিওয়ালি উপলক্ষে টুকটুকে লাল সালোয়ার পরেছিলেন রণবীর ঘরণী । দু'জনেই দীপাবলির শুভেচ্ছাও জানান ।
আরও পড়ুন, https://www.instagram.com/p/Czkrl35PlSN/?img_index=1
বিয়ের পর প্রথম দিওয়ালি সিড-কিয়ারার । স্বাভাবিকভাবেই ১২ নভেম্বর ছিল তাঁদের কাছে খুবই স্পেশ্যাল । কিয়ারা আডবাণির সঙ্গে একটি রোমান্টিক ছবি শেয়ার করেছেন । সাদা পোশাকে টুইনিং করলেন দু'জনে । ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফও দিওয়ালি সেলিব্রেশনের ছবি শেয়ার করেছেন । পরিবারের সদস্যদের সঙ্গে আলোর উৎসবে মাতলেন দম্পতি । পরিবারের পক্ষ থেকে সকলকে দিওয়ালির শুভেচ্ছা জানান ভিকি ।
বিয়ের প্রথম দিওয়ালি রাঘব-পরিণীতিরও । ফুল দিয়ে রঙ্গোলি করে ঘর সাজালেন নায়িকা । সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন পরিণীতি।