বলিউডে (Bollywood) বড় চমক । আর সেই চমক দিতে চলেছেন পরিচালক জোয়া আখতার (Joya Akhtar) । সিনেমা একটাই । কিন্তু, সেখানে এক নয়, তিন তারকা সন্তানকে একসঙ্গে দেখা যাবে । ‘দ্য আর্চিস’ এর ঘোষণার পর থেকেই ছবি নিয়ে জল্পনা তুঙ্গে। অবশেষে জানা গেল ছবি মুক্তির দিনক্ষণ। আগামী ৭ ডিসেম্বর নেটফ্লিক্সে এই ছবি মুক্তি পেতে চলেছে।
মুম্বইয়ের ওয়েস্টার্ন এক্সপ্রেসওয়ে-তে এক বিলবোর্ড দেখা মিলল দ্য আর্চিসের পোস্টার। তার পাশেই চলছে কাউন্টডাউন। ছবি মুক্তির বাকি আর মাত্র ১০০ দিন। এই আনন্দেই রঙিন ছাতা মাথায় উদযাপনে মাতলেন ছবির কলাকুশলীরা। রাস্তায় নেমে নাচতেও দেখা গেল সুহানা-খুশিকে।
Sreelekha Mitra: জন্মদিনের আগেই ডেঙ্গি পরীক্ষা! কেমন আছেন শ্রীলেখা মিত্র?
উল্লেখ্য, এই সিনেমাতেই ডেবিউ করছেন শাহরুখ কন্যা সুহানা খান (Suhana Khan), বনি-শ্রীদেবী কন্যা খুশি কাপুর (Khushi Kapoor) ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা (Agastya Nanda) । কমিক বইয়ের চরিত্র আর্চি অ্যান্ড্রুজ এবং তাঁর বন্ধুদের এখন ওটিটি (OTT) প্ল্যাটফর্মে ভারতীয় ছবির সংস্করণে দেখা যাবে । জোয়া আখতারের পরিচালনায়, নেটফ্লিক্সের (Netflix) অ্যাকশন মিউজিক্যাল ‘দ্য অর্চিস’ ১৯৬০-এর প্রেক্ষাপটে তৈরি ।