বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের বাচ্চাদের পোশাকের ব্র্যান্ড এড-এ-মাম্মা রিলায়েন্স কেনার প্রস্তাব দিয়েছে বলে খবর। সূত্রের খবর, রিলায়েন্স প্রায় ৩০০ থেকে ৪০০ কোটি টাকার চুক্তিতে আলিয়ার ব্র্যান্ড কিনতে চাইছে। আলিয়ার Ed-a-Mamma কেবলমাত্র অনলাইনেই পোশাক বিক্রি করে থাকে।
Parineeti-Raghav: বিয়ের তোড়জোড় শুরু রাঘব-পরিণীতির, দেশের তিন শহরে রিসেপশন, এলাহি খাওয়া-দাওয়া
জানা গিয়েছে , চূড়ান্ত কথাবার্তা হয়েই এসেছে। আগামী ১০ দিনের মধ্যেই চুক্তি স্বাক্ষর করতে পারেন আলিয়া। ২০২০ সালে প্রতিষ্ঠিত, Ed-a-Mamma। এই সংস্থা মূলত সদ্যজাত বাচ্চা , শিশুদের পোশাক, মাতৃত্বকালীন পোশাক তৈরি এবং বিক্রি করে। এই চুক্তি হলে আলিয়ার এই সংস্থার জামাকাপড় রিলায়েন্সের প্রতিটি রিটেলেও পাওয়া যাবে। , ভারতে অনলাইন খুচরা বাজারের একটি বড় অংশ দখল করার জন্য রিলায়েন্স রিটেলের সাম্প্রতিক অনেক প্রচেষ্টার মধ্যে এড-এ-মামাই প্রথম