রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) নতুন করে মাদক মামলায় জড়িয়েছেন । তাঁর বিরুদ্ধে গাঁজা কেনা ও তা সুশান্তকে (Sushant Singh Rajput) দেওয়ার অভিযোগ রয়েছে । এরই মধ্যেই সম্প্রতি সুশান্তের দিদি প্রিয়াঙ্কা সিং রিয়ার বিরুদ্ধে আবারও বেশ কিছু অভিযোগ তুলেছেন। প্রিয়াঙ্কার দাবি, রিয়া তাঁর ভাইয়ের জীবন নষ্ট করে দিয়েছেন । চুপ করে থাকেননি রিয়াও। সম্প্রতি, ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন রিয়া (Ria Chakraborty's Instagram Post) । সেখানে, প্রিয়াঙ্কা বা সুশান্তের পরিবারের সরাসরি নাম না নিলেও, তাঁদের উদ্দেশ্য করেই যে এই পোস্ট, তা স্পষ্ট ।
রিয়া লেখেন, "শত সহস্র আওয়াজের মধ্যেও মাথা উঁচু করে দাঁড়াতে হবে । মান অভিমান ভুলে এগিয়ে যেতে হবে । এমন উচ্চতায় পৌঁছাও, যাতে সেখান থেকে ওঁরা তোমার দিকে আঙুল তুলতে না পারে । কারণ, তোমার অবস্থানে পৌঁছানোর সামর্থ্য হবে না ওঁদের।" এখানেই থেমে থাকেননি রিয়া । লেখেন, “তুমি শান্তিতে রয়েছ, ভালবাসায় রয়েছে। ওঁরা তোমাকে সহমর্মিতা দেখানোর কোনও কারণ দেয়নি ঠিকই। কিন্তু, তুমি সমব্যথী । তোমার জন্য তুমি যথেষ্ট। তুমি সম্পূর্ণ। তুমি যেমন তুমি তেমনই সুন্দর।”\
আরও পড়ুন, Saregamapa : গানে গল্পে কেকে স্মরণ সারেগামাপা--এর মঞ্চে
প্রয়াত সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) প্রাক্তন প্রেমিকার বিরুদ্ধে স্পেশ্যাল এনডিপিএস আদালতে চার্জশিট পেশ করা হয়েছে । সেখানেই অভিনেত্রীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এনসিবি (NCB)-র অভিযোগ, বিভিন্ন জায়গা থেকে গাঁজা কিনতেন রিয়া। আর তা পৌঁছে দিতেন সুশান্তের কাছে। রিয়া (Charges Against Rhea-সহ মোট ৩৫ জনের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে বলে খবর । তার মধ্যে রিয়ার ভাই শৌভিকেরও নাম রয়েছে । দোষী সাব্যস্ত হলে রিয়া চক্রবর্তীর ১০ বছরের বেশি জেল হতে পারে বলে জানা গিয়েছে ।