দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছেন তাঁরা। থেকেছেন এক ছাদের তলায়ও। এবার আনুষ্ঠানিক ভাবে চার হাত এক হতে চলেছে বলিউডের তারকা জুটি আলি ফজল এবং রিচা চাড্ডার।
সানাইয়ের সুর আর পুষ্পবৃষ্টিতে শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠান। এভাবেই বলিউডের এই জুটির ৫ দিনের বিয়ে হচ্ছে দিল্লিতে। আর সেই বিয়ের অনুষ্ঠানে নিজেদের রাজকীয় পোশাকের এক ঝলক instagram-এ শেয়ার করেছেন অভিনেত্রী রিচা। প্রাক-বিয়ের অনুষ্ঠানে রিচার পরনে ছিল দুধে আলতা লেহেঙ্গা। গোটা লেহেঙ্গা জুড়ে রয়েছে নকশা। সঙ্গে গলায় এবং হাতে হালকা গয়না। আর আলি পরেছিলেন সাদা রংয়ের কুর্তা পাজামা এবং স্টোল।
এই ছবিতে হবু স্ত্রী রিচাকে পিছন থেকে জড়িয়ে রয়েছেন আলি। বর কনে দু'জনের মুখেই রয়েছে উজ্জ্বল হাসি। দুটি ছবি পোস্ট করে রিচা ক্যাপশনে লিখেছেন, 'মহব্বত মুবারক'। ছবির কমেন্টবক্স ভরে গিয়েছে বলিউডের সতীর্থদের শুভেচ্ছা বার্তা এবং অনুরাগীদের ভালোবাসায়।
রিচা এবং আলি নিজেদের বিয়ের জন্য বেছে নিয়েছেন দিল্লি-জয়পুর হাইওয়ের কাছে একটি ১১০ বছরের পুরনো প্রাসাদ। দেশের সব থেকে পুরোনো ক্লাব হিসেবেও পরিচিত এটি। এছাড়াও অতিথি আপ্যায়নের জন্য তাঁরা মুম্বইয়ের ‘গ্রেট ইস্টার্ন হোম’-কেই বেছে নিয়েছেন।