কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে । এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt) । এতদিন শোনা যাচ্ছিল, ১৭ এপ্রিল আর কে হাউসে চার হাত এক হবে । সম্প্রতি, আলিয়া ভাটের পরিবারের সূত্রে জানা যাচ্ছে, ১৪ এপ্রিল বিয়ে 'রণলিয়া'-র । এদিকে, তারকা জুটির বিয়ের দিনক্ষণ নিয়ে জোর আলোচনার মধ্যেই ঋষি কাপুর এবং নীতু সিং-এর (Rishi Kapoor and Neetu Singh's Reception Invitation Card) ১৯৮০ সালে রিসেপশনের আমন্ত্রণ পত্র নেটমাধ্যমে ভাইরাল হয়েছে । এই কার্ডে তাঁরাও আর কে লোগো লাগিয়েছিলেন ।
আর কে হাউজে (R.K House) সাত পাক ঘুরেছিলেন নীতু সিং ও ঋষি কাপুর । ১৯৮০ সালের ২৩ জানুয়ারি আর.কে হাউজে বসেছিল ঋষি-নীতুর বিয়ের আসর । পরিবার, বন্ধু, আত্মীয়দের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা । বিয়েতে হাজির ছিলেন বলিউডের তাবড় তাবড় তারকারা । সম্প্রতি, কার্ডের যে ছবিটি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে, তাতে লেখা রয়েছে, 'শ্রীমান এবং শ্রীমতি রাজ কাপুরের পক্ষ থেকে তাঁদের পুত্র ঋষি (প্রয়াত শ্রীমান ও শ্রীমতি পৃথ্বীরাজ কাপুরের নাতি)র সঙ্গে নীতু (শ্রীমতি রাজি সিং-এর কন্যার) বিবাহ উপলক্ষে ২৩ জানুয়ারি আপনাদের সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে ।'
তাই কোনও ডেস্টিনেশন ওয়েডিং নয়, নীতু ও ঋষির মতোই আর কে হাউজে বিয়ে করবেন রণবীর-আলিয়া (Ranbir-Alia Wedding) । এমনকী, শোনা যাচ্ছে বাবা-মায়ের মতো রণবীরও বিয়ের পর আলিয়াকে নিয়ে গুরুদ্বারে যাবেন । সেখানে লঙ্গর বসাবেন । বাবা-মায়ের বিয়ের সময় যা যা হয়েছিল সেই একই আচার অনুষ্ঠান মেনে বিয়ে করবেন রণবীর ।
আরও পড়ুন, Ranbir-Alia wedding: কেমন সাজবেন আলিয়া? হবু শাশুড়ি নীতুর সাজগোজই বা কেমন হবে, জেনে নিন
রণবীর ও আলিয়ার বিয়ের প্রস্তুতি পুরোদমে চলছে । সূত্রের খবর, সাধারণ পাঞ্জাবি রীতি মেনেই বিয়ে হবে । ১৩ এপ্রিল থেকে শুরু হবে প্রাক বিবাহ উৎসব । বিয়ের আগে ছোটবেলার ও বলিউডের একেবারে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ব্যাচেলার পার্টিও করবেন রণবীর-আলিয়া । নিমুন ডেস্টিনেশনও ঠিক করে ফেলেছেন দুজনে । মধুচন্দ্রিমার জন্য 'রণলিয়া' বেছে নিয়েছেন দক্ষিণ আফ্রিকা ।
আলিয়া বিয়েতে পরছেন সব্যসাচী মুখার্জির ডিজাইন করা লেহেঙ্গা । আর তাঁর হবু শাশুড়ি নীতু কাপুর বিশেষ দিনের জন্য বেছেছেন মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক। ইতিমধ্যে পোশাক-আশাক ভর্তি ব্যাগ নিয়ে রণবীরের বান্দ্রার ফ্ল্যাটে যেতে দেখা গিয়েছে নীতু কাপুর এবং পরিবারের আরও কয়েকজনকে ।
রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে শীঘ্রই অয়ন মুখোপাধ্যায়ের সিনেমা ব্রহ্মাস্ত্র-এ দেখা যাবে ।