নাম- শর্মাজি নমকিন
অভিনেতা-অভিনেত্রী - ঋষি কাপুর, পরেশ রাওয়াল, জুহি চাওলা, সুহেল নায়ার, ইশা তালওয়ার
পরিচালক- হিতেশ ভাটিয়া
রেটিং- ৪/৫
নায়করা আসে-যায়, কিন্তু কিংবদন্তিরা চিরকাল থেকে যায় । এই কথাটা প্রয়াত কিংবদন্তী অভিনেতা ঋষি কাপুরের (Rishi Kapoor) ক্ষেত্রে একেবারে প্রযোজ্য । হিন্দি চলচ্চিত্র জগতে তাঁর জার্নিটা মনে রাখার । শিল্পী নেই ঠিকই, কিন্তু, তাঁর শিল্প রয়ে গেছে । ঋষি কাপুরের মৃত্যুর পর তাঁকে 'শর্মাজি নমকিন'(Sharmaji Namkeen Movie Review)-এর মাধ্যমে ফের পর্দায় দেখতে পাওয়া দর্শকদের কাছে উপরি পাওনা ।
'শর্মাজি নমকিন' প্রধান চরিত্র বি.জি শর্মা (B.G Sharma) অবসরপ্রাপ্ত । তাঁর অবসরের পরবর্তী জীবনের গল্প দেখানো হয়েছে এই সিনেমায় । অবসর নেওয়ার পর তিনি নতুন কিছু করার কথা ভাবেন । সমাজে যে নিয়ম-নীতি রয়েছে, তাতে তাঁর জীবনকে বেঁধে রাখতে চান না । তিনি রান্না করতে খুবই ভালবাসেন । অবসরের পর শর্মাজির জীবন কাটতে থাকে তাঁর দুই ছেলে ও নতুন নতুন রান্না করার মধ্য দিয়ে । একদিন কিটি পার্টিতেও রান্না করার অর্ডার পান তিনি । এরপরেই বদলে যায় তাঁর জীবন । তবে শর্মাজির রান্না করার বিষয়টি দুই ছেলের পছন্দ হয় না । শুরু হয় মতভেদ, ঝামেলা । সমাজেও নানা কথা শুনতে হয় । কিন্তু, শর্মাজি থামেননি । স্বপ্নপূরণের পথে এগিয়ে যাওয়ার লড়াই চালিয়ে যান ।
হিন্দি সিনেমায় এই প্রথম দুই অভিনেতা এক চরিত্রে অভিনয় করেছেন । এই পদক্ষেপ বেশ ঝুঁকির ছিল বলতে হয় । তবে, ঋষি কাপুরের অভিনয় আরও একবার মন ছুঁয়ে নিয়েছে দর্শকদের । ঋষি কাপুর হোক বা পরেশ রাওয়াল (Paresh Rawal) দু'জনেই শর্মাজির চরিত্রটিকে যথাযথভাবে ফুটিয়ে তুলেছেন । ঋষি কাপুর এই সিনেমার শুটিং করতে করতেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান । পরেশ রাওয়ালের কাছে তাই এটা খুবই বড় চ্যালেঞ্জ ছিল । কিন্তু পরেশ রাওয়াল ঋষি কাপুরের শর্মাজির জুতো গলিয়ে যথাযথভাবে চরিত্রের মান রেখেছেন । তাঁদের মতো অভিনেতার জন্য দর্শকদের মনে চিরকাল থেকে যাবেন শর্মাজি ।
নজর কেড়েছেন সুহেল নায়ারও (Suhel Nyer) । ঋষি কাপুর এবং পরেশ রাওয়ালের মতো তাবড় তাবড় অভিনেতাদের সামনে দাঁড়িয়ে অভিনয় করা সহজ ছিল না । কিন্তু, তিনি করে দেখিয়েছেন । এছাড়া, সতীশ কৌশিক, ইশা তলওয়ার, শিবা চাড্ডাও ভাল অভিনয় করেছেন । জুহি চাওলা (Juhi Chawla) এবং ঋষি কাপুর আমাদের এমন এক সময়ে ফিরিয়ে নিয়ে গিয়েছেন, যখন রোম্যান্সে ছিল আবেগপূর্ণ রসায়ন । তাদের অন-স্ক্রিন কেমিস্ট্রি বরাবরের মতোই নজরকাড়া ।
আরও পড়ুন, Ranbir-Alia: এপ্রিলেই কি বিয়ে রণবীর-আলিয়ার? অভিনেতার একটি কথায় জল্পনা শুরু নেটিজেনদের মধ্যে
পরিচালক হিতেশ ভাটিয়া (Hitesh Bhatia) বলতে গেলে সফল । ঋষি কাপুর এবং ছবিটির প্রতি সম্পূর্ণ সুবিচার করেছেন । ঋষি কাপুর থেকে পরেশ রাওয়ালের যে পরিবর্তন, সে জায়গাটা অত্যন্ত মসৃণভাবে দেখানো হয়েছে । লেখার মধ্যে, গল্পের মধ্যে ক্রিস্প ছিল, সততা রয়েছে, বলতে গেলে একেবাকেই নন-ড্রামাটিক । তবে সর্বোপরি শর্মাজি খুবই এন্টারটেইনিং ।
শেষে পরিচালক ঋষি কাপুরকে শ্রদ্ধা জানিয়েছেন । একটা ছোট্ট ক্লিপ ঋষি কাপুরকে ফিরিয়ে এনেছে, যেখানে তিনি বলেছেন, "এখন এর থেকে আর ভাল কিছু করা যায় না ।"