রণবীর-আলিয়ার (Ranbir-Alia) প্রথম সন্তান রাহা কাপুরের (Raha Kapoor) বয়স মাত্র তিন মাস। এর মধ্যেই আবার মা হতে চলেছেন আলিয়া ভাট (Alia Bhatt)? এমন গুঞ্জনেই তোলপাড় বলিউড। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। যে ছবি দেখেই শুরু হয়েছে আলিয়ার দ্বিতীয়বার মা হওয়ার জল্পনা।
কিছুদিন আগে নিজস্ব ব্র্যান্ডের পোশাকের ফটোশুট করেন অভিনেত্রী আলিয়া। আর সেই ফটোশুটের পর থেকেই আলিয়ার দ্বিতীয়বার মা হওয়ার জল্পনা ছড়িয়েছে। তবে, কাপুর পরিবারের ঘনিষ্ঠরা জানিয়েছেন, এই গুজব সম্পূর্ণই ভিত্তিহীন। যদিও রণবীর এবং আলিয়া এই বিষয়ে এখনও মুখ খোলেননি।
আরও পড়ুন- কে শাহরুখ খান? কিং খানকে চেনেন না হিমন্ত! মাঝ রাতে ফোন পেয়ে চমকে উঠলেন মুখ্যমন্ত্রী
২০২২ সালের ১৪ এপ্রিল রণবীর কপুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী আলিয়া ভাট। দু'মাস পর অর্থাৎ জুন মাসে জানা যায় তিনি মা হতে চলেছেন আলিয়া। নভেম্বরের প্রথম সপ্তাহে কন্যাসন্তানের জন্ম দেন অভিনেত্রী।