আর নেই রাখঢাক। এই মুহূর্তে খুল্লামখুল্লাই প্রেম করছেন বলিউডের দুই লাভ বার্ডস ঋত্বিক রোশন এবং সাবা আজাদ। প্রায়শই চিত্র সাংবাদিকদের ক্যামেরাও বন্দি হন তাঁরা। এবার তো একেবারে ঠোঁটে ঠোঁটই রেখে ফেললেন বলিউডের 'গ্রীক গড' হৃত্বিক এবং তাঁর প্রেমিকা সাবা আজাদ৷ ভিডিওতে দেখা গেল বিমানবন্দরে হৃত্বিককে ছাড়তে গিয়েছিলেন সাবা। আর তাঁকে বিদায় জানাতেই ঠোঁটে ঠোঁট রাখেন সাবা। সেই দৃশ্যই ক্যামেরাবন্দি হয়, যা এই মুহূর্তে তুমুল ভাইরাল।
হৃত্বিক-সুজানের বিচ্ছেদ হয়েছে বেশ কয়েকবছর আগেই । তবে, দু'জনে খুবই ভাল বন্ধু । সাবাও নাকি সুজানের খুব ভাল বন্ধু । আর হৃত্বিকের দুই ছেলে রেহান এবং হৃদানের সঙ্গে সাবার সম্পর্ক খুব ভাল । শোনা যাচ্ছে, খুব শিগগিরই বিয়েও সেরে ফেলতে পারেন এই জুটি।