নবাগতা অভিনেত্রী পলক তিওয়ারি জানিয়েছিলেন সেটে মেয়েদের পোশাক নিয়ে নাকি বেশ কড়া বলিউডের ভাইজান। সলমন খানের নাকি নির্দেশ থাকত , সেটে যেন মহিলারা বুক ঢাকা জামা পরে আসেন। ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির ক্ষেত্রেও নাকি একই নিয়ম বেঁধে দিয়েছিলেন ভাইজান। প্রশ্ন উঠছিল মহিলাদের পোশাক নিয়ে এই নীতিপুলিশির কারণ কী ?
উত্তরে এক সাক্ষাৎকারে ভাইজান জানান, ‘‘নারী শরীর অনেক বেশি মূল্যবান। যত ঢেকে রাখবেন, তত ভাল। আমার অন্তত তাই মনে হয়।’’ পাশাপাশি তিনি একথাও স্বীকার করে নেন , দোষটা ছেলেদের, তাঁরাই মহিলাদের খারাপ নজরে দেখে। এই বিষয়টা সহ্য করতে পারেন না সলমন। পারিবারিক ছবি বানানোর সময়েও এই কথা মাথায় রাখেন ভাইজান।