সলমন খানের(Salman Khan) শরীরে তিন বার ছোবল বসিয়েছে সাপটি । কিন্তু, তা বেশিক্ষণের জন্য কাবু করতে পারেনি ভাইজানকে । ৫৬ তম জন্মদিনের(Birthday) দিন সকালে হাসিমুখেই সংবাদমাধ্যমের সামনে এলেন সলমন । পানভেল ফার্মহাউস(Panvel Farmhouse) থেকে বেরিয়ে পাপারাজ্জিদের(Paparazzi) ক্যামেরার সামনে পোজ দিলেন । এদিকে, সলমনকে শুভেচ্ছা জানাতে 'বার বার দিন ইয়ে আয়ে'(Baar baar din ye aaye) গান গাইলেন পাপারাজ্জিরা ।
শুধু তাই নয়, সলমন খান এদিন মজার ছলে বলেন, ‘সাপে কামড়ানোর পর এমন হাসি ধরে রাখা খুব শক্ত ।’ লেদার জ্যাকেট এবং প্যান্টে সলমন বরাবরের মতো হ্যান্ডসাম লাগছিল ।
জন্মদিনের আগে ২৬ ডিসেম্বর পানভেল ফার্মহাউসে বিষহীন সাপে কামড়ায় সলমন খানকে । তাঁকে দ্রুত কামোথ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে ৬-৭ ঘণ্টা চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় । সলমন বলেন, "একটা সাপ আমার ফার্মহাউজে ঢুকে পড়েছিল । আমি একটা লাঠির সাহায্যে সেটাকে বাইরে নিয়ে আসি । আসতে আসতে সেটা আমার হাত পর্যন্ত উঠে আসে । এরপর সেটাকে ধরে ছাড়তে গিয়েছিলাম, সেই সময়ই সাপটা আমাকে তিনবার কামড়ে দেয় ।" তবে এখন ভালো আছেন বলে জানিয়েছেন সলমন ।
আরও পড়ুন, Salman Khan: জন্মদিনের আগে সাপের কামড় খেয়ে হাসপাতালে সলমন খান
সলমন আরও বলেন, "আমার বাবা যখন এই ঘটনাটি জানতে পারেন, তখন তিনি সাপটি বেঁচে আছে কি না জিজ্ঞাসা করার জন্য আমায় ফোন করেছিলেন । আমি তাঁকে জানাই 'টাইগার' আর 'সাপ' দুজনেই বেঁচে আছে ।"
পানভেলের ফার্মহাউসে ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের সঙ্গে জমিয়ে জন্মদিনের উদযাপন করেন সলমন । সেখানে উপস্থিত ছিলেন মনীশ পল, সঙ্গীতা বিজলানি, সাজিদ নাদিয়াওয়ালা, ববি দেওল, ইব্রাহিম আলি খান ও আরও অনেকে ।