মঙ্গলবারের রাত থেকে চলছে অপেক্ষা । ভাইজানকে একঝলক দেখার জন্য গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ভিড় ভক্তদের । কারও হাতে ভাইজানের ছবি, কেউ গেয়েছেন গান, সেইসঙ্গে সকলের মুখে মুখে ভাইজানের জন্য জন্মদিনের শুভেচ্ছা । কখন সলমন ব্যালকনিতে এসে দাঁড়াবেন, তারই প্রহর গুনছিলেন অগণিত ভক্ত । অবশেষে তিনি এলেন, ধরা দিলেন চেনা মেজাজে । হাত নেড়ে ভক্তদের জানালেন ধন্যবাদ ।
সন্ধে নেমেছে তখন । ধূসর রঙের টি শার্ট পরে ব্যালকনিতে এসে দাঁড়ালেন ভাইজান । চারপাশে শুধু ক্যামেরার ফ্লাশ লাইটের ঝলকানি । আর সেইসঙ্গে ভক্তদের চিৎকার । হাত নাড়লেন, হাত জোর করে ধন্যবাদ জানালেন, আর উড়ন্ত চুমু ছুঁড়ে দিলেন । ভাইজানের সঙ্গে দেখা গেল বাবা সেলিম খানকেও ।
সলমন খানের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার রাতে খান পরিবারের তরফে ছিল পার্টি নাইট। মামা-ভাগ্নির জন্মদিন আবার একসঙ্গেই । তাই অর্পিতা খানের মেয়ে আয়াত, এবং ভাইজান একসঙ্গে কেটেছিলেন বার্থডে কেক । বার্থডে ইভের পার্টিতে ছিলেন সলমনের ভাই আরবাজ খান, আরহান খান, ববি দেওল সহ আরও অনেকে। পানভেলে সলমনের ফার্ম হাউজেই ছিল জন্মদিনের উদযাপন।