কথায় বলে পুরনো চাল ভাতে বাড়ে, আর পুরনো প্রেম মনে হয় সময়ে। কয়েক দশক পরেও তাই ঐশ্বর্যকে দেখে বলিউডের ‘এলিজেবল ব্যাচেলার’ ভাইজানেরও কি মন ভিজল? মনীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে আমন্ত্রিত ছিলেন ঐশ্বর্য রাই, সলমন খান সহ বলিউডের তাবড় তাবড় সেলেবরা।
এমন স্বর্ণালী সন্ধেতেই প্রাক্তন প্রেমিকা ঐশ্বর্য রায়কে আলিঙ্গন করতে দেখা গেল ভাইজানকে । প্রশ্ন উঠছিল তবে কি সব দূরত্ব ভুলবোঝাবুঝি মিটে গেল?
Mimi Chakraborty: শূন্যে ঝাঁপ , আকাশে পাখির মতো উড়লেন মিমি
এই পার্টিতে উপস্থিত ছিলেন না অভিষেক। লাল পোশাকে পার্টিতে উপস্থিত ছিলেন ঐশ্বর্য। পিছন থেকে ভাইজানকে লাল পোশাক পরিহিতা এক মহিলাকেই আলিঙ্গন করতে দেখা যায়। কিন্তু পরে জানা যায়, সবই ভ্রম। পার্টিতে এলেও কাছাকাছি আসেননি পুরোনো জুটি। ভাইজান যাকে জড়িয়ে ধরেছিলেন তিনি, সুরজ পাঞ্চোলির বোন সানা পাঞ্চোলি।