আমির খানের প্রাক্তন স্ত্রী তথা পরিচালক কিরণ রাও-এ মুগ্ধ বলি অভিনেতা সলমন খান । সোশ্যাল মিডিয়ায় কিরণের জন্য মন ছুঁয়ে যাওয়া কয়েকটি শব্দও লিখলেন ভাইজান । ভাবছেন, ব্যাপারখানা কী ? আসলে, সম্প্রতি, কিরণের মুক্তিপ্রাপ্ত সিনেমা 'লাপাতা লেডিজ' দেখেছেন সলমন খান । যা তাঁকে মুগ্ধ করেছে । সেকথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় কিরণের প্রশংসা করলেন তিনি ।
এক্স হ্যান্ডেলে কিরণের উদ্দেশে সলমন লেখেন, "কিরণ রাওয়ের 'লাপাতা লেডিজ' দেখলাম । দারুণ কিরণ । খুবই উপভোগ করেছি । আমার বাবারও খুব ভাল লেগেছে।" তারপরই সলমনের আবদার, 'আমার সঙ্গে কবে কাজ করবে?' সলমনের আবদার কি রাখবে কিরণ ?
তবে, সলমন খান একটি শব্দ উল্লেখ করেছেন, যা নিয়ে জোর আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায় । তিনি লিখেছেন, 'লাপাতা লেডিজ' কিরণের ডিরেক্টোরিয়াল ডেবিউ । যা আদৌ ঠিক নয় । ২০১০ সালে ‘ধোবিঘাট’ সিনেমার মধ্যে দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন কিরণ ।
কিরণের 'লাপাতা লেডিজ' মূলত মেয়েদের কথা বলেছে । চিরাচরিত অ্যাকশন, থ্রিলারের ছক ভেঙে নতুন আঙিকে সিনেমাটি তৈরি করেছেন কিরণ । সিনেমাটির প্রশংসায় পঞ্চমুখ সমালোচকরা । বক্স অফিসে প্রায় ১০ কোটি টাকা আয় করেছে সিনেমাটি ।