টাইগার-৩ (Tiger-3) ছবি দেখতে গিয়ে বিপাকে সলমন ভক্তরা। প্রেক্ষাগৃহে শব্দবাজি ফাটানোর অভিযোগ উঠেছে সলমন খানের (Salman Khan) একাধিক ভক্তের বিরুদ্ধে। এই ঘটনায় আটক করা হয়েছে দুই জনকে। ঘটনাটি ঘটেছে মালেগাঁওয়ের মোহন সিনেমা হলে। সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য ভাইরাল হতেই রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছেন সলমন খান । ভক্তদের এমন আচরণে রীতিমতো ক্ষুব্ধ ভাইজান।
ভক্তদের উদ্দেশে নিজের টুইটার হ্যান্ডেলে বিশেষ বার্তা দিয়ে একটি পোস্টও করেছেন সলমন। অনুরাগীদের উদ্দেশে সলমন লিখেছেন, 'শোনা যাচ্ছে, টাইগার-৩ চলাকালীন প্রেক্ষাগৃহের ভিতরে শব্দবাজি ফাটানো হয়েছে। এটা খুবই বিপজ্জনক। কোনও রকম ঝুঁকি না নিয়ে নির্ভেজালভাবে সিনেমাটা উপভোগ করুন। সাবধানে থাকুন।'
আরও পড়ুন - সলমন এন্ট্রি নিতে হলের মধ্যেই ফাটল বাজি, টাইগার থ্রি দেখতে গিয়ে আতঙ্কে দর্শকরা
ঠিক কী হয়েছিল?
জানা গিয়েছে, নাসিকের ওই সিনেমা হলে টাইগার-৩ চলাকালীন বেজায় উচ্ছ্বসিত হয়ে পড়েন ভক্তরা। হল একেই হাউজফুল, তার মধ্যেই বদ্ধ হলে একের পর এক রকেট, তুবড়ি ফাটানোর অভিযোগ ওঠে। যার জেরে আতঙ্কিত হয়ে পড়েন দর্শকরা। হুড়োহুড়ি পড়ে যায়। প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ এফআইআর দায়ের করে।