লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) আর নেই । কিংবদন্তী গায়িকার মৃত্যুর এক সপ্তাহ পরেও তা মানতে পারছেন না অনেকেই । সোশ্যাল মিডিয়ায় এখনও লতাজির গান, তাঁর জীবনের বিভিন্ন মুহূর্ত শেয়ার করছেন নেটিজেনরা । বলিউড (Bollywood) তারকারাও তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন । সলমন খানও (Salman Khan) গানে গানে স্মরণ করলেন লতা মঙ্গেশরকে ।
সলমন খান নিজের কন্ঠে গাইলেন লতাজির বিখ্যাত গান 'লগ যা গলে' (Lag Jaa Gale) । গানের সেই ভিডিও পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে । ক্যাপশনে লিখেছেন, "লতাজি, আপনার মতো কখনও ছিল না, কখনও কেউ হবেও না ।"
৬ ফেব্রুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর । শিবাজী পার্কে (Shibaji Park) পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাহ করা হয় । তাঁর শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) । সুর-সম্রাজ্ঞীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন শাহরুখ খান (Shahrukh Khan), শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) এবং আরও অনেকে ।