তিনি শ্যাম মানেকশর (Sam Manekshaw)। ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে এক অত্যন্ত জনপ্রিয় সৈনিক এবং দ্বিতীয় ভারতীয় সেনা যিনি ফিল্ড মার্শাল পদেও নিযুক্ত হয়েছিলেন। তাঁর জীবন ফুটে উঠতে চলেছে পরিচালক মেঘনা গুলজারের ছবি 'শ্যাম বাহাদুর'-এ। শুক্রবার মুক্তি পেল বহু প্রতীক্ষিত এই ছবির টিজার। ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে আগামী ১ ডিসেম্বরে।
এই ছবিতে শ্যাম বাহাদুরের চরিত্রে অভিনয় করেছেন বলি অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal)। 'উরি'-র পর এই ছবিতে ফের ভারতীয় সেনাবাহিনীর পোশাকে দেখা গিয়েছে ভিকিকে। সিনেমার টিজারে ১৯৭১ সালে বাংলাদেশের জন্ম বৃতান্তের ঝলক দেখা গিয়েছে।
আরও পড়ুন - শেষ অধ্যায়ের গল্প নিয়ে সুস্মিতা, সন্তানদের জন্য অসম্ভব সাধন করা এক মায়ের
টিজারে দেখা গিয়েছে, শ্যাম মানেকশরের জাতির জন্য লড়াই করার অদম্য ইচ্ছা। তাঁকে বলতে শোনা গিয়েছে, তাঁর রাজনীতিতে কোনও আগ্রহ নেই। বরং তিনি নিজের দেশের জন্য যুদ্ধ করতে জীবন দিতেও প্রস্তুত। টিজারের শেষে অনুরাগীদের মন কেড়েছে ভিকি কৌশলের সংলাপ। তাঁকে তৎকালীন প্রধানমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে 'সেনাবাহিনীর কাজ যুদ্ধে জীবন দেওয়া নয়, বরং শত্রুপক্ষের জীবন নিয়ে দেশকে রক্ষা করা...'।