শনিবার, অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি ছিল বলিউডে অন্যতম জনপ্রিয় এবং সফল পরিচালক সঞ্জয়লীলা বনশালীর জন্মদিন। সেই উপলক্ষে নিজের বাড়িতে পার্টির আয়োজন করেছিলেন পরিচালক। ঘরোয়া ওই পার্টিতে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন বলিউডের বহু তারকাই।
শনিবার সন্ধ্যায় বনশালীর বাড়িতে দেখা গিয়েছে তাঁর আগামী ছবি 'হীরামান্ডির' অভিনেত্রী সোনাক্ষী সিনহা, অদিতি রায় হায়দারি এবং রিচা চাড্ডাকে।
আরও পড়ুন - 'ঢাল গায়া দিন' গাইতে গাইতে ব্যাডমিন্টন খেললেন সারা, কার মতো লাগছে দেখে বলুত তো?
এছাড়াও বনশলীর আপকামিং রোমান্টিক ছবি 'লাভ অ্যান্ড ওয়ার'-এর কলাকুশলী রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশলকে। এই ছবির প্রধান চরিত্রে রয়েছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। অপর একটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। এছাড়াও এই পার্টিতে দেখা গিয়েছে রানী মুখোপাধ্যায় এবং বেলা সেহগালকেও।