ফিটনেস এবং ফ্যাশন উভয় ক্ষেত্রেই সারা আলি খান বেশ প্রশংসিত। সারার ডায়েট চার্ট জানতে মুখিয়েও থাকেন অনুরাগীরা। সম্প্রতি সারা প্রকাশ করেছেন তাঁর সবচেয়ে প্রিয় পোস্ট ওয়ার্কআউট স্ন্যাকের নাম। সারা ওয়ার্কআউটের পর প্রেফার করেন কফি দিয়ে গ্রিক দই খেতে। সারার কথায় অনেকরই একে অদ্ভুত মনে হলেও এই ডেজার্টটি খুব পুষ্টিকর।
প্রোটিন পাউডারের সাথে গ্রীক দই মেশান, যোগ করুন সামান্য কফি দানা ,স্বাদের জন্য মধুও দিতে পারেন। এই দই একদম ক্যালোরি মুক্ত। ওজন নিয়ন্ত্রণ করতে বা ক্যালোরি গ্রহণ কমাতে এই দই সাহায্য করে।
তবে সারা জানিয়েছেন, তিনি সকালের জলখাবার , লাঞ্চ এবং রাতের খাবার হিসাবে ডিম এবং চিকেন খেয়ে থাকেন।