শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) । এই একটা নামেই যেন লুকিয়ে রয়েছে একাধিক চরিত্র । কখনও তিনি শবর গোয়েন্দা,কখনও আবার বব বিশ্বাসের মতো ঠাণ্ডা মাথার খুনি । পর্দায় যে কোনও চরিত্রকেই অসাধারণ দক্ষতায় ফুটিয়ে তুলেছেন শাশ্বত । তবে, এবার এই বব বিশ্বাস বা শবর গোয়ন্দাই সমকামী হয়ে উঠবেন পর্দায় । এই প্রথম সমকামী (Gay) চরিত্রে অভিনয় করবেন শাশ্বত (Saswata playing role as gay) ।
হ্যাঁ ঠিকই শুনেছেন । 'তীরন্দাজ শবর'অভিনেতা একটি জাতীয় প্রোজেক্টে কাজ করছেন । 'দ্য নাইট ম্যানেজার'-এর হিন্দি রিমেকে সমকামী চরিত্রে দেখা যাবে তাঁকে । তাঁর চরিত্র নিয়ে নিজেই মুখ খুলেছেন অভিনেতা । এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন,এই প্রোজেক্টে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন । তাঁর চরিত্রটা বেশ ইন্টেরেস্টিং । তাঁর চরিত্রটি সমকামী । আর এই পরিচয়কে কাজে লাগিয়েই তিনি এক সত্যের উদঘাটন করবেন ।
আরও পড়ুন, Dilkhush: টলিপাড়ার 'দিলখুশ'! আসছে মধুমিতা-সোহমকে নিয়ে কিশমিশ-পরিচালকের নতুন ছবি
ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গিয়েছে । শাশ্বত জানিয়েছেন, শ্রীলঙ্কা,সিমলা ও রাজস্থানের বেশ কয়েক জায়গায় শুটিং সেরে ফেলেছেন । অনিল কাপুর, শোভিতা ধুলিপালা, আদিত্য রায় কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে ।
বলিউডে বেশ কয়েকটি কাজ রয়েছে শাশ্বত-র হাতে । তাঁকে অনুরাগ কাশ্যপের ‘দোবারা’ এবং রাজ কুমার সন্তোষীর ‘ব্যাড বয়’-এ দেখা যাবে । এখানেই শেষ নয়, প্রভাস ও দীপিকার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে 'প্রোজেক্ট কে' ছবিতে । তাঁকে বলিউডে শেষ দেখা গিয়েছে 'ধকড়' ছবিতে । এদিকে, টলিউডে সম্প্রতি মুক্তি পেয়েছে 'তীরন্দাজ শবর'।