১৬ বছর পর চুম্বন কাণ্ডে শিল্পা শেট্টিকে ক্লিনচিট। মার্কিন অভিনেতা রিচার্ড গেরের সঙ্গে প্রকাশ্যে চুমু খাওয়ার ঘটনায় আইনি জটিলতায় জড়িয়ে ছিলেন অভিনেত্রী। ‘অশ্লীলতা’র দায়ে তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করা হয়েছিল। অবশেষে ২০০৭ সালের সেই ঘটনায় শিল্পাকে স্বস্তি দিল মুম্বই আদালত।
২০০৭ সালে রাজস্থানের একটি এইডস সচেতনতা শিবিরে এসে এই ঘটনা ঘটিয়েছিলেন মার্কিন অভিনেতা। এই ঘটনার নিন্দায় সেই সময় সরব হয়েছিলেন অনেকেই। সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলা মুম্বই আদালতে উঠেছিল। ২০২২ সালের জানুয়ারি মাসে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট এই মামলা খারিজ করে দেয়। বলা হয়েছিল অভিনেতার আচরণের শিকার হয়েছিলেন শিল্পা। কিন্তু তারপরেও রাজস্থান পুলিশ এই রায়কে চ্যালেঞ্জ জানায়। অবশেষে সম্পূর্ণ নিষ্কৃতি মিলল শিল্পার।