দিন যত বাড়ছে, ততই গ্যালাক্সি আর মন্নতে বাড়ছে উদ্বেগ। সকালে শাহরুখ খান হলে, সূয্যি ডুবলেই ফোনের আতঙ্ক চেপে ধরছে সলমন খানকে। এই পরিস্থিতি হুমকি কল সামলাতে হিমসিম খেতে হচ্ছে মুম্বই পুলিশকে। সাইবার সেলের বেড়া টপকে কী ভাবে রোজ একটার পর একটা হুমকি ফোন আসছে, সেটাই রহস্য মুম্বই পুলিশের কাছে।
কাঁটা একজন-ই। তিনি লরেন্স বিষ্ণোই। পঞ্জাবের জেল থেকে বসে দুই খানের জীবনকে কার্যত ওষ্ঠাগত করে তুলেছেন এই গ্যাংস্টার। কখনও টাকা চেয়ে, কখনও গানের মাধ্যমে হুমকি দিয়ে ব্যাতিব্যস্ত করে রেখেছে মন্নত থেকে গ্যালাক্সিকে।
এর মধ্যে একটি লিড পেয়েছে মুম্বই পুলিশ। ছত্তীশগড়ের রায়পুরে গিয়ে জেরা করেছে শাহরুখ খানকে হুমকি দেওয়ার অভিযোগে আটক ফয়জান খানকে। পুলিশি জেরায় ফয়জান দাবি করেছেন, শাহরুখকে হুমকি দেওয়ার পিছনে রয়েছে তাঁর চুরি যাওয়া মোবাইল।
ফয়জানের এই দাবি কতটা সত্যি তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পেশায় আইনজীবী ফয়জান দাবি করেন, শাহরুখের জন্মদিনের দিনেই তাঁর ফোন চুরি হয়েছিল। এই ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। এরপরেও ধন্দে রয়েছে পুলিশ। তাহলে, ৫০ লক্ষ টাকা চেয়ে শাহরুখকে হুমকি দিল কে ? তাহলে কী এবার বাদশার পিছনেও পড়ে গেল বিষ্ণোনই গ্যাং।
তাহলে কি আবার মুম্বইয়ে মাথা চাড়া দিচ্ছে আন্ডার ওয়ার্ল্ড ? এই প্রশ্নটাই তুলেছে টিনটেল টাউন। তাদের স্বস্তিতে যেভাবে বিষ্ণোন গ্যাং থাবা দিচ্ছে, তাতে আর রাতের ঘুম থাকছে কোথায় ? এমনিতেই সারারাত কাজ করে সকালে ঘুমতে যান শাহরুখ খান।
আর ভাইজান ! তিনি তো হুমকিতেই জর্জরিত। গ্যালাক্সি ছাড়তে হলে অনুমতি নিতে হচ্ছে পুলিশের। আর কতদিন ? উত্তর নেই মুম্বই পুলিশের কাছে। শুধু হুমকি আর হুমকি।