পাঠান (Pathan) নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে। এর মধ্যেই বিতর্কিত মন্তব্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sharma)। এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, 'কে শাহরুখ খান (Shah Rukh Khan)! আমি চিনি না'!
এর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই একটি ফোন পেলেন অসমের মুখ্যমন্ত্রী। ফোনের ওপারের গলা শুনে কার্যত ভ্যাবাচ্যাকা খেয়ে যান হিমন্ত। কে ফোন করেছিলেন ? নিজেই টুইট করে হিমন্ত জানিয়েছেন, তাঁকে ফোন করেছিলেন স্বয়ং শাহরুখ খান।
জানা গিয়েছে, শনিবার রাত দুটো নাগাদ শাহরুখ ফোন করেছিলেন হিমন্ত শর্মাকে। পাঠান নিয়ে গুয়াহাটিতে যে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে কথা হয়। এও জানান, আইনশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে তিনি শাহরুখকে আশ্বস্ত করেছেন। কোনও রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করবেন।
পাঠানের 'বেশরম রং' গান মুক্তি পাওয়ার পর থেকেই দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে। ট্রেন্ডিং হয়েছে হ্যাসট্যাগ বয়কট পাঠান। গুয়াহাটিতেও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পোস্টার, ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বজরং দলের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রীকে।
আরও পড়ুন- বাণিজ্যে বসতে লক্ষ্মী, অগ্রিম টিকিট বুকিংয়ে রেকর্ড গড়ল পাঠান
তিনি জবাবে বলেন, কে শাহরুখ খান? শাহরুখ খান আমাকে কোনও ফোন করেননি। ফোন করলে বিষয়টি খতিয়ে দেখব। যাতে আইন শৃঙ্খলে বজায় থাকে তার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করব। এরপরই মাঝরাতে তাঁর কাছে ফোন আসে কিং খানের। এর পরেই সুর পাল্টান হিমন্ত। যা নিয়ে অনেকেই মজার ছলে প্রশ্ন করছেন, এবার তাহলে শাহরুখকে চিনতে পারলেন মুখ্যমন্ত্রী?