বৃহস্পতিবারের কলকাতায় অকাল মহালয়া। ভারতীয় সিনেমার সমস্ত নজির ভেঙে ভোর ৫টায় (5 Am Show) কলকাতায় মুক্তি পেতে চলেছে শাহরুখ খান অভিনীত ছবি 'জওয়ান' (Jawan)। নিউটাউনের মিরাজ (Miraj) দেখাবে 'জওয়ান'-এর প্রথম শো। তার আগে যা খবর তাতে কলকাতার অধিকাংশ মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনে প্রথম দিনেই হাউসফুল জওয়ান। শুধু কলকাতায় নয়, জেলারও বিভিন্ন হল থেকে জওয়ানের প্রথম দিন হাউসফুল হওয়ার খবর পাওয়া গিয়েছে।
মঙ্গলবার সারা দেশে অগ্রিম টিকিট ছাড়তেই রেকর্ড গড়ে ৭ লক্ষ টিকিট বিক্রি হয়েছিল। বলিউড সূত্রে খবর, দক্ষিণ ভারতের তামিল, তেলেগু ভাষায় শাহরুখের এই ছবি সিঙ্গেল স্ক্রিনে সব থেকে বেশি ব্যবসা করতে চলেছে। হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাইয়ের মতো শহরগুলির সিনেমা হলের টিকিট ঘরের সামনে লম্বা লাইন চোখে পড়েছে।
আরও পড়ুন - কাউন্টাডাউন শুরু, রাঘব-পরিণীতির বিয়ের অনুষ্ঠান কবে থেকে ? নিমন্ত্রিত কারা ?
কলকাতাতেও তামিল ভাষায় দেখানো হবে জওয়ান। নিউটানের মিরাজ সিনেমা হলে গেলে তা দেখতে পাবেন দর্শকরা। সব মিলিয়ে মুক্তির আগেই আলোচনায় জওয়ানের ব্যবসা। ছবি কেমন হবে তা বোঝা যাবে ভোর ৫টার পরেই।