কিং ইজ ব্যাক । চার বছর বিরতির পর বলিউড বাদশাহ শাহরুখ খানের (Shah Rukh Khan) কামব্যাকটা হল যেন রাজকীয় । সম্প্রতি 'পাঠান'(Pathan)-এর সেট থেকে শাহরুখের দুটো ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । যেখানে একেবারে হট লুকে দেখা গেল রোম্যান্স কিং-কে । ৫৬ বছরের শাহরুখের এই নতুন লুক (Shah Rukh Pathan look) ঘুম কেড়ে নিয়েছে তাঁর অসংখ্য মহিলা অনুরাগীর ।
একটা ছবিতে শাহরুখকে দেখা গেল একেবারে শার্টলেস । যেখানে তাঁর এইট প্যাক অ্যাব একেবারে স্পষ্ট । অন্য, একটি ছবিতে সাদা টি-শার্টে দেখা গেল তাঁকে । সেখানেও উঁকি মারছে তাঁর হট অ্যাব । চোখে চশমা, গলায় চেন, তাঁর লুককে সম্পূর্ণ করেছে ।
আরও পড়ুন, The Kashmir Files : 'দ্য কাশ্মীর ফাইলস'-এর ভূয়সী প্রশংসা নরেন্দ্র মোদীর, রেটিং কমালো আইএমডিবি
শাহরুখ খানের পাশাপাশি, দীপিকা পাড়ুকোনের ছবিগুলি বেশ নজর কাড়বে । দীপিকাকে কোথাও কমলা রঙের অফ-শোল্ডার টপে দেখা যাচ্ছে, কোনও ছবিতে নিয়ন সবুজ রঙের সুইমস্যুট পরে উষ্ণতা ছড়াতে দেখা গেল তাঁকে ।
সম্প্রতি,‘পাঠান’-এর টিজার প্রকাশ্যে এসেছে । সিনেমাটি সম্ভবত পরের বছর ২৫ জানুয়ারি মুক্তি পাবে । ২০১৮ সালের জিরো-র পর এটাই এসআরকে-র প্রথম ফিল্ম ৷ অন্যদিকে, মঙ্গলবারই, নিজের ওটিটি প্ল্যাটফর্ম 'এসআরকে প্লাস' নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন শাহরুখ খান ।