আর কয়েক ঘন্টা। তারপরেই সিলভার স্ক্রিনে মুক্তি পেতে চলেছে কিং খানের (Shah Rukh Khan) বহু প্রতিক্ষিত ছবি পাঠান (Pathaan)। ইতিমধ্যেই অগ্রিম টিকিট বুকিং করে ফেলেছেন শাহরুখের ভক্তকূল।
২৫ জানুয়ারি চার বছর পর কিং খানকে স্ক্রিনে দেখতে উদগ্রীব সকলে। এই বিশেষ দিনে ভক্তকূল তো টিকিট কেটে ফেলেছেন। কিন্তু এই দিনটিতে শাহরুখ খান কী করবেন? এই প্রশ্ন কম বেশি সকলের মনেই উঁকি দিয়েছে।
প্রশ্নের উত্তর দিলেন খোদ কিং খান। টুইটারে জানালেন কী করবেন তিনি। অনুরাগীদের সঙ্গে হামেশাই টুইটে কথোপকথন করতে দেখা বাদশাহকে। এদিনও এক অনুরাগী প্রশ্ন করেন, 'আপনি সিনেমা দেখতে যাবেন নাকি বক্স অফিসের রেকর্ড? উত্তরে অভিনেতা জানান, আমি আগামীকাল আমার সন্তানদের সঙ্গে বসে থাকব। ব্যস আর কিছু করব না।'
আরও পড়ুন- ফের রোহিত শেট্টির ছবিতে শাহরুখের ম্যাজিক! আসছে 'চেন্নাই এক্সপ্রেস ২'?
আগামী ২৫ তারিখ শাহরুখ-দীপিকার ছবি 'পাঠান' (Pathaan) মুক্তি পেতে চলেছে। এই ছবি মুক্তির আগেই কার্যত ব্লকব্লাস্টার। ২৩ শে জানুয়ারি অবধি অগ্রিম টিকিট বিক্রির নিরিখে ইতিমধ্যেই ২০ কোটি টাকা ঘরে তুলে ফেলেছে সিদ্ধার্থ আনন্দের এই ছবি।