পর্দা উঠছে বৃহস্পতিবার। সবকিছু ঠিক থাকলে, ওই দিন ভারতীয় সিনেমার এক নয়া ইতিহাস তৈরি হবে কলকাতায়। শহরের এক মাল্টিপ্লেক্সে শাহরুখ খানের জওয়ান দেখানো হবে ভোর পাঁচটার প্রথম শোয়ে।
যা নজিরবিহীন বলেই এখন থেকে দাবি ওয়াকিবহাল মহলের। এর আগে এত সকালে কোনও সিনেমা মুক্তির দিনে দেখানো হয়নি। নিউটাউনের ওই মাল্টিপ্লেক্সের দাবি, তারা প্রথম শো ভোর পাঁচটায় করার জন্য তৈরি।
প্রথমে ঠিক ছিল, আগামী বৃহস্পতিবার জওয়ানের প্রথম শো হবে সকাল ছটায়। মুম্বইয়ের গ্যালাক্সি বলে এক সিনেমা হল তারা এই শো করার ব্যাপারে সম্মতি জানিয়েছিল। সেই সময়কেও ছাপিয়ে যেতে চলেছে কলকাতা। পূর্বাঞ্চলে শাহরুখ খানের জওয়ানের পরিবেশক এসভিএফ।
আরও পড়ুন : ২ ঘণ্টার মধ্যে শেষ 'জওয়ান'-এর ৪১ হাজারের বেশি টিকিট, সর্বোচ্চটির দাম কত জানেন?
জানা গিয়েছে, ইতিমধ্যেই নিউটাউনের ওই মাল্টিপ্লেক্স থেকে ভোর পাঁচটার শোয়ের টিকিটও বিক্রি করা হয়েছে। এই ব্যাপারে এসভিএফের এক কর্তার দাবি, তাঁদের অনুমতি ছাড়াই ওই টিকিট বিক্রি করা হয়েছে।
এই ব্যাপারে রেড চিলিজ থেকে এখনও কোনও ছাড়পত্র আসেনি। তবে ওই এসভিএফ কর্তা আশাবাদী, শুক্রবার তাঁরা ভোর পাঁচটাতেই কলকাতাকে জওয়ান দেখাতে পারবেন।
এদিকে, নিউটাউনের ওই মাল্টিপ্লেক্সের এক কর্তা জানিয়েছেন, সারা ভারতে তাদের ৬২টি মাল্টিপ্লেক্সে জওয়ান মুক্তি পাচ্ছে। টিকিট বিক্রি নিরিখে কলকাতা সবার আগে বলেই দাবি ওই কর্তার। সেই সুযোগকেই তাঁরা কাজে লাগিয়েছেন মাত্র। তাঁরা চান প্রথমদিনের প্রায় পুরোটাই হাউজফুল যাক জওয়ান।
পাঠানের মতো জওয়ানের ক্ষেত্রেই পওয়ার প্লে-কে কাজে লাগিয়েছেন শাহরুখ খান। মুক্তির আগেই পাঁচ লক্ষের বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। যার সিংহভাগটাই হিন্দি বলয়ে বিক্রি হয়েছে। এছাড়া তামিল এবং তেলগু অঞ্চলে মুক্তির আগেই কার্যত হিট অ্যাটলি পরিচালিত এই ছবি। অপেক্ষা এখন শুক্রবারের। সবঠিক থাকলে ভোর পাঁচটায় কলকাতায় পর্দা উঠবে জওয়ানের।