একই বছর পরপর তিনটে ছবি । 'পাঠান', 'জওয়ান'-এর দুর্দান্ত সাফল্যের পর এবার 'ডাঙ্কি'টাইম । জন্মদিনেই বড় সারপ্রাইজ দিলেন শাহরুখ খান । ২ নভেম্বরই যে সিনেমার প্রথম ঝলক প্রকাশ্যে আসবে, তা আগেই ঘোষণা করা হয়েছিল । বৃহস্পতিবার সকাল সকালই চমক দিলেন কিং খান । 'পাঠান', 'জওয়ান'-এ যে অ্যাকশন হিরোকে দেখেছিলেন শাহরুখ ভক্তরা, ডাঙ্কি-তে কিন্তু দেখলেন অন্য বাদশাহকে । নেই কোনও অ্যাকশন, বরং কমেডি ড্রামায় ভরপুর ডাঙ্কি-র প্রথম ঝলক । শাহরুখের ৫৮ তম জন্মদিনে এটা তাঁর ভক্তদের জন্য বড় সারপ্রাইজ বলা যেতে পারে ।
১ মিনিট ৪৮ সেকেণ্ডের টিজারের প্রথমেই দেখা গেল মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে ৬ জন । প্রথমে শাহরুখ খান। হঠাৎই গুলি ছুটে আসে। তারপরই বদলে যায় দৃশ্য । পরের প্রেক্ষাপট পঞ্জাব । দেখা যাচ্ছে এক মা তাঁর ছেলেকে বলছে, সে যদি লন্ডনে যাওয়ার কথা ভাবে, তাহলে তাঁর ঠাকুমা মারা যাবে । এরপরই এন্ট্রি হয় শাহরুখের । একেবারে অন্যরকম লুক । শুধু শাহরুখ নয়, একইসঙ্গে নজর কাড়লেন তাঁর চার বন্ধু । মানু, বগ্গু , বাল্লি , সুখী । পাঁচ বন্ধু একেবারে একটা পরিবারের মতো । তাঁদের একটাই স্বপ্ন, লন্ডন যেতে চান তাঁরা । কিন্তু, বারবার তাঁদের স্বপ্নে বাধা হয়ে দাঁড়াচ্ছে কোনও না কোনও পরিস্থিতি ।
মানু-র ভূমিকায় অভিনয় করছেন তাপসী পান্নু, সুখী-র ভূমিকায় ভিকি কৌশল । অভিনয় করেছেন সুনীল গ্রোভারও । রাজকুমার হিরানির সঙ্গে এটাই প্রথম কাজ শাহরুখ খানের । সিনেমা মুক্তি পাচ্ছে ২২ ডিসেম্বর ।