Jawan Trailer Releases:'জওয়ান'-এ দ্বৈত ভূমিকায় শাহরুখ ! অ্যাকশন প্যাকড ট্রেলারে নজর কাড়লেন বিজয় সেতুপতিও

Updated : Aug 31, 2023 14:31
|
Editorji News Desk

অপেক্ষার অবসান । ছবি মুক্তির ঠিক এক সপ্তাহের মাথায় মুক্তি পেল 'জওয়ান'-এর ট্রেলার (Jawan Trailer Releases)। কোটি কোটি শাহরুখ ভক্ত এই দিনটারই অপেক্ষায় ছিলেন । 'পাঠান'-এর পর একই বছরে আরও একটা অ্যাকশন মুভি শাহরুখের (Shah Rukh Khan) । পাঠান ঝড় তুলেছিল বলি ইন্ডাস্ট্রিতে । আর 'জওয়ান' (Jawan Trailer) পুরো কাঁপিয়ে দেবে, ট্রেলার দেখার পর এমনটাই মনে করছেন অনুরাগীরা । 

'জওয়ান' -এ শাহরুখ ভিলেন নাকি হিরো, সিনেমার প্রিভিউ প্রকাশ্যে আসার পর এমন প্রশ্নই বারবার উঠেছে । জানা গিয়েছিল, 'জওয়ান'-এ দ্বৈত ভূমিকা রয়েছে তাঁর । ট্রেলার প্রকাশ্যে আসতেই বিষয়টা কিছুটা স্পষ্ট হল । বোঝা গেল, বাবা-ছেলে, একইসঙ্গে দুই ভূমিকাতেই দেখা মিলবে কিং খানের । যদিও, এখনও বেশ কিছু বিষয়ে ধোঁয়াশাই রয়ে গেল । ট্রেলারে তা স্পষ্ট হল না ।

আরও পড়ুন, Srabanti Chatterjee : ময়দানে ঘোড় সওয়ার 'দেবী চৌধুরানী', কলকাতায় কী ভাবে ফিরলেন বঙ্কিমের চরিত্র ?
 

তবে, ২ মিনিট ৪৬ সেকেণ্ডের ট্রেলারটি একেবারে অ্যাকশন-প্যাকড । সেইসঙ্গে ক্ষুরধার সংলাপ আর সবথেকে বড় কথা হল, একেবারে অন্যরকম শাহরুখকে দেখা যাবে সিনেমায় । কখনও তিনি নয়নতারার সঙ্গে রোম্যান্স করছেন, কখনও বন্দুক হাতে নিয়ে 'জওয়ান'-এর ভূমিকায় দেশের জন্য জান-প্রাণ লড়িয়ে দিচ্ছেন, কখনও সেই শাহরুখকে দেখা যাচ্ছে ন্যাড়া মাথা, সারা গায়ে ব্যান্ডেজ বাধা...ভিলেন হিসেবে, যে গোটা একটা মেট্রো হাইজ্যাক করে নিচ্ছে । আর দেখা যাচ্ছে, সেই হাইজ্যাকারের বিশাল ফ্যান । কিন্তু, কীভাবে জওয়ান থেকে খলনায়ক হয়ে উঠলেন শাহরুখ, তাহলে, কেন আসল ভিলেন বিজয় সেতুপতি...এসব প্রশ্নের উত্তর পেতে ৭ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে ।  

ট্রেলারে নজর কেড়েছেন নয়নতারা । পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে তাঁকে । অন্যদিকে, একাধিক অবতারে তাক লাগালেন বিজয় সেতুপতি । এছাড়াও অভিনয় করছেন সানিয়া মালহোত্রা, প্রিয়মণি, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরার মতো তারকারা । বিশেষ চরিত্রে দেখা যাবে দীপিকা পাডুকোণকে । পরিচালনার দায়িত্বে রয়েছেন অ্যাটলি। এটি হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে ।

Jawan

Recommended For You

editorji | বিনোদন

Dev Khaddan : ছক ভেঙে মধ্যরাতে মুক্তি, পুষ্পাকে দেবের রির্টান গিফট খাদান

editorji | বিনোদন

Khadaan vs Pushpa 2: আল্লুর দাপটে কোণঠাসা দেব? 'পুষ্পা' বনাম 'খাদান', কার পাল্লা ভারী? খোঁজ নিল এডিটরজি

editorji | বিনোদন

Khadaan VS Sontan : দেবের খাদান নাকি মিঠুনের সন্তান, কার পাল্লা ভারী ?

editorji | বিনোদন

Emraan Hashmi Kissing : স্ত্রীয়ের চড় থেকে নায়িকার মুখের দুর্গন্ধ, ইমরান হাসমির 'কিস'-কা কিস্সা

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?