শনিবারেই সুখবর জানিয়েছেন বলি বাদশা৷ দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটেছ৷ দক্ষিণী পরিচালক অ্যাটলির ছবি 'জওয়ান' প্যান ইন্ডিয়ায় মুক্তি পেতে চলেছে আগামী ৭ সেপ্টেম্বর। হিন্দি ছাড়াও তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পেতে চলেছে শাহরুখের এই সর্বভারতীয় স্তরের ছবি। এই ছবির জন্য নাকি দিন রাত এক করে পরিশ্রম করেছিলেন শাহরুখ৷ ছবির একাধিক অ্যাকশন দৃশ্যের জন্য পুরোদমে ট্রেনিং নিয়েছেন শাহরুখ৷ শিখে নিয়েছেন তামিল ভাষাও, কারণ ছবিতে সহ অভিনেতা অভিনেত্রীরা অধিকাংশই ছিলেন দক্ষিণী। এমনকি, ছবির তামিল গানেও নাকি শোনা যেতে চলেছে শাহরুখের গলা।
এদিকে, ৪ বছর পর পর্দায় ফিরলেও বলিউডের 'পাঠান' এর জনপ্রিয়তায় ভাটা পড়েনি বিন্দুমাত্রও। এবার 'জওয়ান' ছবিতে মন দিয়েছেন কিং খান (Shah Rukh Khan)। দক্ষিণের পরিচালক অ্যাটলির এই ছবির মুক্তির দিন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল প্রথম থেকেই। কথা ছিল ২ জুন মুক্তি পাবে ছবি। তারপর শোনা গেল, ২ জুন জওয়ান মুক্তি পাওয়া সম্ভব নয়, অক্টোবরে মুক্তি। এবার আর গুজব নয়, ঠিক হয়ে গেল সেপ্টেম্বরের ৭ এই ফের পর্দায় ফিরছেন শাহরুখ।