বলিউডের তিন খান...যদি একইসঙ্গে এক ছবিতে দেখা যায় তাঁদের,তাহলে ? সেরকমই ইঙ্গিত দিলেন বলিউডের আমির খান । কয়েকদিন আগে অনন্ত অম্বানির ছেলের প্রি-ওয়েডিং-এ একই মঞ্চে দেখা গিয়েছিল শাহরুখ,সলমন ও আমির । এবার কি তাহলে একসঙ্গে সিনেমাও করবেন ? কী চমক দিলেন মিস্টার পারফেকশনিস্ট ?
বৃহস্পতিবার ৫৯ তম জন্মদিনে সোশ্যাল মিডিয়া পেজে লাইভে এসে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছিলেন আমির খান । সেখানেই এক অনুরাগী প্রশ্ন করেন, তাঁদের তিন খানকে একসঙ্গে কি কোনও সিনেমায় দেখা যাবে ? উত্তরে আমির বলেন,'আমরা তিন জন একসঙ্গে দেখা করলেই বিষয়টা নিয়ে আলোচনা হয়। শুধু আমাদের জন্য নয়, দর্শকদের কথা ভেবেই আমাদের একসঙ্গে একটা ছবি করা উচিত।' অর্থাৎ তাঁরা যে একসঙ্গে সিনেমা করতে ইচ্ছুক, তার ইঙ্গিত দিয়েই দিলেন আমির । এবার কি তাহলে শুধু সময়ের অপেক্ষা ?
শাহরুখ-সলমন একসঙ্গে বহু ছবি করেছেন । যেমন করণ অর্জুন’, ‘হম তুমহারে হ্যায় সনম’ ইত্যাদি । অন্যদিকে, ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমায় কাজ করেছেন আমির ও সলমন । এছাড়া একে অপরের ছবিতে ক্যামিও রোলে অভিনয় তো করেই থাকেন ত্রয়ী সুপারস্টার । তবে, এবার যদি তিনজনকেই একই ছবিতে দেখা যায়, তাহলে তা বড় চমক হতে চলেছে সিনেপ্রেমীদের জন্য, তা বলাই বাহুল্য ।