'পাঠান', 'জওয়ান'-এর মতোই 'ডাঙ্কি' ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে সিনেমা হলের বাইরে ভোর থেকে লাইন পড়েছে শাহরুখ প্রেমীদের। প্রথম শো শেষ হতে না হতেই সিনেমা নিয়ে রিভিউ (Dunki Review) দিতে শুরু করে দিয়ছেন কিং খানের ভক্তরা।
অধিকাংশ শাহরুখ ভক্তদের মতে, শাহরুখ খান আর রাজকুমার হিরানির প্রথম কাজ 'ডাঙ্কি' নাকি মেগা মেগা ব্লকবাস্টার ছবি হতে চলেছে। 'পাঠান', 'জওয়ান'-এর মতোই এই ছবি ৫০০ কোটির ক্লাবে ঢুকে পড়বে কয়েকদিনের মধ্যেই।
এই ছবিকে কেউ দিচ্ছেন ফাইভ স্টার, কেউ আবার বলছেন এর থেকেও বেশি দিতে চান। কেউ বলছেন 'পয়সা উসুল সিনেমা'। কেউ আবার বলছেন এমন সিনেমা নাকি বলিউডে আগে কখনই হয়নি। তাঁদের কথায় শাহরুখের এই ছবি যতটা হাসিয়েছে, ঠিক ততটাই কাঁদিয়েছে।
আরও পড়ুন - কলকাতায় ডাঙ্কি-র ফার্স্ট ডে, ফার্স্ট শো! সিনেমাহলের বাইরে ভক্তদের শাহরুখ-পুজো
দর্শকদের মতে, বছর শেষের ধামাকা শাহরুখের এই ছবি। ছবির গল্প, সাসপেন্স ছাড়াও দর্শকের নজর কেড়েছে ভিকি কৌশলের অনবদ্ধ অভিনয়। যদিও, অনেক শাহরুখ ভক্তের মতে, প্রথম ধাপে সিনেমার গতি ছিল কিছুটা মন্থর। কিন্তু দ্বিতীয় ধাপের রোমাঞ্চ পাঠান, জওয়ানকেও ছাপিয়ে গিয়েছে।