হলিউডে যেমন ব্যাটম্যান, সুপারম্যান, স্পাইডারম্যান । তেমনই আমাদের কাছে সুপারহিরো হল শক্তিমান (Shaktiman) । বিশেষ করে ৯০-এর দশকের ছেলে-মেয়েদের কাছে শক্তিমান একটা নস্টালজিয়া । ভারতের এই সুপারহিরো এবার আসতে চলেছে বড় পর্দায় । সোশ্যাল মিডিয়ায় শক্তিমান-এর টিজার শেয়ার করে এমনই জানিয়েছে সোনি পিকচার'স (Sony Pictures) ।
ভারতের সবচেয়ে চর্চিত সুপারম্যান ‘শক্তিমান’-র সিনেমা বানানোর স্বত্ত্ব কিনে নিয়েছে সোনি পিকচারস । সঙ্গে রয়েছে ব্রুইং থটস প্রাইভেট লিমিটেড ও মুকেশ খান্নার ভীষ্ম ইন্টারন্যাশনাল । ট্রিলজি হতে চলেছে এই প্রোজেক্ট । ছবিতে মুখ্য চরিত্রে কাজ করার কথা রয়েছে বলিউডের এক প্রথম সারির নায়কের । শোনা যাচ্ছে এমনই । মুকেশ খান্নাও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে 'শক্তিমান'-এর খবর শেয়ার করেছেন ।
১৯৯৭ সালের ১৩ সেপ্টেম্বর প্রথম ছোট পর্দায় আসে শক্তিমান । ভারতীয় দূরদর্শন চ্যানেলে সম্প্রচারিত হত । প্রায় আট বছর চলেছিল । শেষ এপিসোড সম্প্রচারিত হয়েছিল ২৭ মার্চ ২০০৫ । মুখ্য চরিত্রে ছিলেন মুকেশ খান্না । সেইসময় প্রতি রবিবার টিভির সামনে বসে পড়ত কচিকাঁচা থেকে বড়রাও । ফের সেই নস্টালজিয়াকে উস্কে দিতে ফিরছে 'শক্তিমান' সিনেমার আকারে । যা ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে ।