৮ ডিসেম্বর জন্মদিন ছিল বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুরের। শাশুড়ি মায়ের জন্মদিনে বেশ কিছু সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করেছেন নবাব ঘরনী করিনা কাপুর (Kareena Kapoor)। সেই সব ছবিতে সারা আলি খান, সাইফ আলি খান, সোহা আলি খান, কুণাল কেম্মু, ইব্রাহিম আলি খান, তৈমুর আলি খান, জেহ আলি খান এবং সাবা পতৌদিকে দেখা গিয়েছিল। ছবি শেয়ার করে কারিনা লেখেন ,“Mommy in law birthday.”
WPL 2023 : মায়ানগরী মুম্বইয়ে আজ মহিলা আইপিএলের নিলাম, নজরে কারা ?
একটি ছবিতে শর্মিলাকে কারিনার গালে চুমু খেতে দেখা যায়। কারিনার বড় ছেলে তৈমুর আলি খানও দাদীর সাথে পোজ দিয়েছেন। পারিবারিক এই সন্ধের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সারা, সোহাও। শর্মিলা ঠাকুর পা দিলেন ৮০ এর দোরগোড়ায়।