রবিশঙ্কর তাঁর নাচ দেখে বলেছিলেন, ‘তুমি তো লয়ের পুতুল’! কিন্তু, আজ সেই লয় থেমে গিয়েছে । এখন তিনি না ফেরার দেশে । কথা হচ্ছে পন্ডিত বিরজু মহারাজের (Birju Maharaj) । একদিন তাঁর এই লয়েই নেচে উঠেছে ভারতীয় সিনেমাজগত । সেইসময়ের হেমা মালিনী (Hema Malini) থেকে আজকের দীপিকা পাডুকোণ (Deepika Padukone), পন্ডিত বিরজু মহারাজের কোরিওগ্রাফিতে পা মিলিয়েছেন তাঁরা । আর প্রত্যেক ক্ষেত্রেই রেখে গিয়েছেন তাঁর স্বতন্ত্র ছাপ ।
বলিউডে তাঁর প্রথম কাজ সত্যজিত রায়ের 'শতরঞ্জ কে খিলাড়ি' সিনেমায় । এই ছবিতে দুটো গানের কোরিওগ্রাফি করেন । বলিউডে বিরজু মহারাজের প্রিয় ছাত্রী বা অভিনেত্রী ছিলেন নাকি মাধুরী দীক্ষিত । তাঁর সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি । তাঁর মধ্যে উল্লেখযোগ্য হল 'দিল তো পাগল হ্যায়' (Dil to Pagal Hain), 'দেবদাস' (Devdas) ও 'দেড় ইশকিয়া' । তাঁর সান্নিধ্যে এসেছেন এ যুগের অন্যতম প্রথম সারির নায়িকা দীপিকা পাডুকোণ । বলিউডে মহারাজের শেষ কাজ দীপিকা পাডুকোণের বাজিরাও মস্তানি (Bajirao Mastani) সিনেমায় । 'মোহে রং দো লাল' গানের কোরিওগ্রাফিতে ক্লাসিক্যালের রঙ ছড়িয়েছিলেন দীপিকা পাডুকোণ । কমল হাসানের সঙ্গেও কাজ করেছেন তিনি ।
আজ তাঁর হঠাৎ চলে যাওয়ায় শোকস্তব্ধ গোটা বলিউড । সোশ্যাল মিডিয়ায় কত্থক কিংবদন্তিকে শ্রদ্ধা জানিয়েছেন হেমা মালিনী, মাধুরী দীক্ষিত, কমল হাসানরা । মাধুরী দীক্ষিত লেখেন, "তিনি যেমন একজন কিংবদন্তী শিল্পী, তেমনই শিশুর মতোই নিষ্পাপ । তিনি আমার গুরু ছিলেন, সেইসঙ্গে বন্ধুও ছিলেন । তিনি সমস্ত ছাত্র ও অনুরাগীদের ছেড়ে চলে গেছেন, তবে তাঁর কাজ আমরা এগিয়ে নিয়ে যাব । আমাকে নাচ শেখানোর জন্য আপনাকে ধন্যবাদ মহারাজজি ।"
আরও পড়ুন, Birju Maharaj: ৮৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কত্থক সম্রাট বিরজু মহারাজ
অভিনেতা অনুপম খের ন্যাশনাল স্কুল অফ ড্রামায় পণ্ডিতজির সঙ্গে কাটানো মুহূর্তের স্মৃতিচারণা করেছেন । অভিনেতা জানান, ‘উনি (বিরজু মহারাজ) আমাকে বলতেন- তোর চোখে অনেক দুষ্টুমি আছে’।
শোকপ্রকাশ করেছেন আদনান সামিও । তিনি লেখেন, ‘ বিরজু মহারাজজির প্রয়াণের খবর পেয়ে আমি শোকাহত ।' তিনি আরও লেখেন, আগামী অনেক প্রজন্মকে তিনি অনুপ্রাণিত করবেন ।’
নৃত্যের পাশাপাশি সঙ্গীত চর্চাও করতেন তিনি ৷ ঠুমরি, দাদরা, ভজন এবং গজলে ছিলেন পারদর্শী ৷ ছবিও আঁকতেন ।
জানা গিয়েছে, রবিবার রাতে নাতির সঙ্গে খেলছিলেন । তখনই হঠাৎ করে অসুস্থ বোধ করেন । সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় । সেখানে হৃদ্রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন কিংবদন্তী কত্থক শিল্পী বিরজু মহারাজ ৷