বিগবস (Big Boss) থেকেই শুরু হয়েছিল 'সিডনাজ' (Sidnaaz)-এর কাহিনী । আবার সেই মঞ্চেই দেখা গেল শেহনাজ গিলকে (Shehnaaz Gill) । শুধু সঙ্গে ছিল না সিদ্ধার্থ । বিগবস ১৫ ফাইনালের (Big Boss 15 Finale) মঞ্চে সিদ্ধার্থকে স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী । আবেগপ্রবণ সলমন খানও (Salman Khan) ।
বিগবস সিজন ১৫ একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে । রবিবারই বিজয়ীর নাম ঘোষণা হবে । গ্র্যান্ড ফিনালের পর্ব চলছে দুদিন ধরে । এই পর্বেই বিশেষ পারফরম্যান্স ছিল শেহনাজের । প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার স্মরণে 'তু ইয়েহি হ্যায়' গানে পারফর্ম করেন তিনি ।
সম্প্রতি চ্যানেলের তরফে একটি প্রোমো শেয়ার করা হয়েছে । সেখানে দেখা যাচ্ছে, পারফরম্যান্সের পর স্টেজে সঞ্চালক সলমনকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন শেহনাজ । সলমনকে দেখে শেহনাজ বলেন, 'আপনাকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছি' । এরপর সলমনও তাঁর চোখের জল ধরে রাখতে পারেন না । অভিনেত্রী জড়িয়ে ধরে সান্ত্বনা দেন ভাইজান ।
সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর এই প্রথম বিগবস-এর সেটে এলেন শেহনাজ । এর আগে শেষবার সিদ্ধার্থের সঙ্গে বিগবস-এর সেটে এসেছিলেন তিনি ।
আরও পড়ুন, Kajol covid positive : করোনা আক্রান্ত কাজল, কঠিন সময়ে মেয়ে নাইসার হাসিভরা মুখের ছবি পোস্ট অভিনেত্রীর
বিগবস সিজন ১৩-র বিজয়ী সিদ্ধার্থ শুক্লা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ২০২১ সালের ২ সেপ্টেম্বর । তাঁর চলে যাওয়া আজও মেনে নিতে পারেনি তাঁর পরিবার-বন্ধু ও অনুরাগীরা । তাঁর মৃত্যুতে মারাত্মকভাবে ভেঙে পড়েছিলেন শেহনাজ । বহুদিন সবকিছু থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন তিনি ।