অভিনেতা সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর শোক কাটিয়ে আবারও কাজে ফিরেছেন অভিনেত্রী শেহনাজ গিল (shehnaaz gill )। এর মধ্যেই তাঁর বাগদান (shehnaaz gill Engagement) নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে বি-টাউনে। নেপথ্যে রয়েছে শেহনাজের হাতের উজ্জ্বল হীরের আংটি।
বেশ কয়েক দিন ধরে 'দেশি ভাইবস উইথ শেহনাজ গিল'-- নামক একটি চ্যাট শো সঞ্চালনা করছেন তিনি। নিজের আগামী ছবি 'ছত্রিওয়ালী'র প্রচারে এই শো-তে গিয়েছিলেন রকুলপ্রীত সিং। তাঁর নজর কাড়ে শেহনাজের হাতের আংটি। কৌতূহল হয় অভিনেত্রীর। প্রশ্ন করেন, আংটিটি খুব সুন্দর। কিন্তু শেহনাজ ভুল আঙুলে পরেছেন। বাঁ হাতের অনামিকায় কেন পরেননি?
আরও পড়ুন- দক্ষিণী রীতিতে বিয়ে, সব্যসাচীর পোশাকে সাজ! আজই বিয়ে রাহুল-আথিয়ার
বাগদানের জল্পনা উড়িয়ে তৎক্ষণাৎ রকুলের ভুল ধরিয়ে দেন শেহনাজ । জানিয়ে দেন, কারোর সঙ্গে সম্পর্কে নেই তিনি। ওই আংটি তিনি নিজেকে উপহার দিয়েছেন। সেই কারণেই অনামিকার বদলে ওই আঙুলে পরেছেন।